আজকাল ওয়েবডেস্ক: বর্ষাপাড়া স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ঘরের মাঠ। গুয়াহাটিকে ঘরের মাঠ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিস্মিত নিউ জিল্যান্ডের প্রাক্তন তারকা সাইমন ডুল। 

বুধবার গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। আর তারপরই এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন কিউয়ি তারকা। 

সোয়াই মানসিং স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। ২০২৩ সাল থেকে গুয়াহাটি রাজস্থানের দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই ভেন্যুতে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। ২০২৩ সালের এপ্রিলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল রাজস্থান। এটাই একমাত্র জয় রাজস্থানের। 

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডুল বলছেন, ''হোম গ্রাউন্ডের ম্যাচ থেকেই সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে হবে। হোম গ্রাউন্ডে সেরা পারফরম্যান্স তুলে ধরতে হবে। দুর্দান্ত দল রাজস্থান রয়্যালস। জয়পুরে  ধারাবাহিক ভাবে ওরা জিতে এসেছে। আইপিএল খেতাব জয়ের ব্যাপারে রাজস্থান যদি সিরিয়াস হয়, তাহলে নিজেদের নিয়ন্ত্রণে যা রয়েছে, তার সদ্ব্যবহার করতে হবে। চেন্নাই সুপার কিংস সরে যাচ্ছে চিপক থেকে বা ওয়াংখেড়ে স্টেডিয়াম আর মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড নয়, এমনটা কেউ কল্পনা করতে পারবেন? এরকম ঘটনা হবেই না কখনও।''

নাইটদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।  ব্যাটিং অর্ডার নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। ক্যারিবিয়ান তারকা  হেটমায়ার আগ্রাসী ব্যাটিং করেন। তাঁকে আট নম্বরে কেন ব্যাটিং করতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা সাইমন ডুল। 

রবিবার গুয়াহাটিতে আরও একটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ১৩ এপ্রিল জয়পুরে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।