আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তবে এটা ঘটনা এখনও কোনও দল প্লে অফে নিশ্চিত নয়। কিংবা কোনও দল ছিটকেও যায়নি। লিগ টেবিলে এখনও অনেক অঙ্ক বাকি।


তবে জয়ের নিরিখে লিগ টেবিলে এখন শীর্ষে আরসিবি। তারপর রয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। যা পরিস্থিতি তাতে এই জায়গা থেকে আরসিবির প্লে অফে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৮৮ শতাংশ। যা অবস্থা তাতে আরসিবি ১৮ থেকে ২০ পয়েন্টে শেষ করতে পারে।


গুজরাটের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। হাতে আছে আর ৬ ম্যাচ। তাই প্লে অফে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই।


দিল্লি ক্যাপিটালসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। অন্তত ১৬ পয়েন্টে শেষ করতে পারে তারা। 


পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। সর্বোচ্চ ১৪ থেকে ১৬ পয়েন্টে যেতে পারে রোহিতরা। টানা ৫ ম্যাচ জিতেছে তারা।


পাঞ্জাব কিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। শেষ করতে পারে ১৩ থেকে ১৪ পয়েন্টে। 


এছাড়া বাকি দলের মধ্যে প্লে অফের যাওয়ার সম্ভাবনা লখনউ (‌২৫ শতাংশ)‌, কলকাতা (‌১০ শতাংশ)‌, হায়দরাবাদ (‌৫ শতাংশ)‌, রাজস্থান ৩ ও চেন্নাই ২ শতাংশ।