আজকাল ওয়েবডেস্ক: হানি সিংয়ের সুরে মূর্ছা যাওয়ার অবস্থা ভক্তদের। সেই গায়কের পছন্দের ক্রিকেটার কে? শচীন তেণ্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির আদ্যন্ত ভক্ত হানি সিং।
তাঁর কাছে শচীন 'ঈশ্বর'তুল্য। মাস্টার ব্লাস্টারই তাঁর কাছে চিরকালের ফেভারিট। শচীন ছাড়াও মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত হানি সিং।
হানি সিং বলেছেন, ''ক্রিকেটে কারও যদি আমি বড় ভক্ত হই, তাহলে তিনি হলেন শচীন তেণ্ডুলকর।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ranjeet Raj Vlogs (@ranjeetrajvlogs)
ধোনির সঙ্গে সাক্ষাতের পরে হানি সিং বুঝতে পেরেছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সব দিক থেকেই অনন্য। হানি সিং বলেন, ''ধোনি পাজির সঙ্গে সাক্ষাতের পরে আমি ওঁর দারুণ ভক্ত হয়ে গিয়েছিলাম। তাঁর মতো ব্যক্তিত্ব আমি দেখিনি। ও সমুদ্র, মহাসমুদ্র।''
চলতি আইপিএলে ধোনি-ম্যাজিক চলছে না। পাঁচটা ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে সিএসকে। বাকি চারটেতেই হারতে হয়েছে সিএসকে-কে। শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। সদ্যই ইডেনে লখনউ সুপার জায়ান্টসের কাছে হার মেনেছে কলকাতা শিবির। শুক্রবার ধোনি বনাম রাহানের লড়াই দেখার জন্য তৈরি গোটা দেশ।