আজকাল ওয়েবডেস্ক: বিধ্বংসী মেজাজে ধরা দিলেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। ৩৬ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কায় সাজানো ছিল পুরানের ইনিংস। 

তিন নম্বরে ব্যাট করতে নামেন পুরান। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তিনি। দুই ওপেনার ভাল মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন লখনউকে। কেকেআরের বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন পুরান। 

আন্দ্রে রাসেলের উপরে সব থেকে নির্দয় ছিলেন ক্যারিবিয়ান পুরান। লখনউয়ের ইনিংসের ১৮-তম ওভারের ঘটনা। স্বদেশীয় আন্দ্রে রাসেলের ওভারে ২৪ রান নেন পুরান। 

রাসেলের শর্ট বলে চার হাঁকান পুরান। দ্বিতীয় বলে রান করতে পারেননি লখনউয়ের ক্যারিবিয়ান তারকা। তৃতীয় বলে ফের বাউন্ডারি মারেন পুরান। চতুর্থ বল গ্যালারিতে ফেলেন পুরান। পঞ্চম বলে বাউন্ডারির পরে ষষ্ঠ বলে ওভার বাউন্ডারি হাঁকান নিকোলাস পুরান।  দুই ক্যারিবিয়ানের যুদ্ধে শেষমেষ জিতলেন পুরান। ম্যাচের সেরাও তিনি।

লখনউ তারকার স্ট্রাইক রেট ছিল ২৪১-এর উপরে। পুরান ছাড়াও মার্করাম ও মিচেল মার্শ লখনউ শিবিরকে দারুণ ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। মার্করাম করেন ২৮ বলে ৪৭ রান। অন্যদিকে মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রান করেন। মার্শের ইনিংসে সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। 
ব্যক্তিগত ডুয়েল জিতলেন পুরান। ম্যাচে জিতল পুরানের দল লখনউ।