আজকাল ওয়েবডেস্ক: তোমাদের মাথা কি আর কাজ করছে না? চেন্নাই সুপার কিংসকে তীব্র আক্রমণ করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি।
চেন্নাই সুপার কিংস বললে ভুল বলা হবে। বলা ভাল, মনোজ তিওয়ারির আক্রমণের লক্ষ্য ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও মহেন্দ্র সিং ধোনি।
চিপকে কেকেআর ও সিএসকে ম্যাচে জয়ী হয় নাইটরা। সুনীল নারিন একাই ম্যাচ নিয়ে যান কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রান। গোটা ইনিংসে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। যার ফলে কোনওরকমে একশো রান পার করে চেন্নাই। তিন উইকেট নারিনের, জোড়া উইকেট নেন বরুণ। টানা পাঁচ হার চেন্নাইয়ের। আইপিএলের ইতিহাসে এই প্রথম চিপকে হারের হ্যাটট্রিক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে সিএসকে। জবাবে হাসতে হাসতে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় কেকেআর। ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়।
সুনীল নারিনের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের পরিকল্পনা দেখে বিরক্ত মনোজ তিওয়ারি। তিনি বলেন, ''ওরা ড্রয়িং বোর্ডে কেন ফিরে যাচ্ছে না? হারের পরে কোথায় ভুল হচ্ছে, সেটা দেখা দরকার। কিন্তু কিছু জিনিস এমন ঘটছে য়া আমার কল্পনাতীত। অশ্বিন বাঁ হাতিদের বেলায় রাউন্ড দ্য উইকেট বল করে। নারিনের ক্ষেত্রে ওভার দ্য উইকেট বল করল। সুনীল নারিনের ক্ষেত্রে অশ্বিনীকে খেলা সহজ হয়ে গেল। এই ধরনের ছোট ছোট ভুল হওয়া উচিত নয়। আর উইকেটের পিছনে যখন অভিজ্ঞ উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি রয়েছে, তখন এই ভুল হয় কী করে? ওদের কি আর মাথা কাজ করছে না?''
