আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের পরই অবসর নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিং ধোনির। এখন ভক্তদের শ্রদ্ধা হারাচ্ছেন তিনি। বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি এমনই দাবি করলেন। 

ধোনিকে নিয়ে গোটা দেশ জুড়ে চলছে চর্চা। নামতে নামতে নিজেকে ব্যাটিং অর্ডারে ন'নম্বরে নিয়ে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস তারকা। 

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ধোনি সাত নম্বরে নেমেও দলকে জেতাতে ব্যর্থ। ধোনিসুলভ মেজাজে দেখা গেল না তাঁকে। আগের সেই তেজ আর নেই। হাঁটুর জোর কমেছে বলেও জানাচ্ছেন তাঁর দলের কোচ স্টিফেন ফ্লেমিং। 

এই প্রক্ষিতে মনোজ তিওয়ারি বলেন, ''২০২৩ সালে অবসর নেওয়াই সঠিক সময় ছিল। আইপিএল ট্রফি জেতার পরই অবসর নিয়ে ফেলতে পারত। আমার কোথাও যেন মনে হচ্ছে গত দু'বছরে যে নাম, যশ এবং শ্রদ্ধা অর্জন করেছিল ক্রিকেট খেলে, তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।''

ধোনি এখনও ছক্কা মারতে পারেন। কিন্তু যে মেজাজে আগে তিনি বোলারদের যত্রতত্র ছুড়ে ফেলতেন, তা উধাও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ম্যাজিক অস্তমিত। মনোজ তিওয়ারি বলেন, ''ধোনির এরকম খেলা ভক্তরাও মেনে নিতে পারছেন না। আগের সেই ঝলক হারিয়ে ফেলেছে। বছরের পর বছর ধরে যে বিশ্বাস, আস্থা ধোনি গড়ে তুলেছিল, বিশেষ করে চেন্নাই ভক্তদের মধ্যে, সেই ভক্তরাই তাঁর বিরুদ্ধে সাক্ষাৎকার দিচ্ছে। এগুলোই প্রমাণ করছে ধোনির প্রতি ধীরে ধীরে আস্থা হারাচ্ছে।''

ধোনিকে নিয়ে চলছে চর্চা। অথচ যাঁকে নিয়ে এত চর্চা সেই মহেন্দ্র সিং ধোনি কিন্তু নিশ্চুপ।