আজকাল ওয়েবডেস্ক: নিকোলাস পুরানের বিশাল ছক্কায় আহত হয়েছিলেন এক ভক্ত। সেই ভক্তের সঙ্গেই দেখা হল ক্যারিবিয়ান তারকার।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে পুরানের শটে আহত হয়েছিলেন যেই ভক্ত, তাঁর নাম নবিল। পুরান তাঁকে ডেকে পাঠান স্টেডিয়ামে। তাঁর টুপিতে সই করে সেই টুপি উপহার দেন ভক্তকে।
পুরানের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে নবিল বলেন, ''আমি বেশ ভাল আছি। পুরান স্যর আমাকে ডেকে পাঠান। আমি দেখা করি। আমাকে জিজ্ঞাসা করেন, কেমন আছি। খেলা দেখতে এসেছিলাম। আমার মাথায় বল লেগেছে এটা বড় ব্যাপার নয়। আমাদের লখনউ দলকে জয়ের ধারা বজায় রাখতে হবে। সেই দিন আমাদের দল জিতেছিল। সে্টাই আমাকে আনন্দ দিয়েছিল। এটা আমাদের দল। ট্রফিই আমাদের স্বপ্ন।''
“Bas apni Lucknow ki team jeetti rehni chahiye” ???? pic.twitter.com/DJkLKzMkP3
— Lucknow Super Giants (@LucknowIPL)Tweet by @LucknowIPL
আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন পুরান। মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আটটি ইনিংসে ৩৬৮ রান করেন পুরান। চলতি মরশুমে চারটি হাফ সেঞ্চুরি করেন পুরান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩০ বলে ৭৫, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৬ বলে ৭০, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসের পরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৪ বলে ৬১ রান করেন ক্যারিবিয়ান তারকা।
