আজকাল ওয়েবডেস্ক: আন্দ্রে রাসেলকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের অনেক আশা। কিন্তু ক্যারিবিয়ান দৈত্য এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ব্যর্থ হচ্ছেন ব্যাট হাতে। প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারছেন না। অথচ তাঁর কাছ থেকেই তো কলকাতা ভক্তরা বড় রান চান। বড় শট দেখতে চান রাসেলের কাছ থেকে।
সেই রাসেল ব্যর্থ হওয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট এহেন জল্পনার জন্ম দিয়েছে। রাসেল কি তবে আইপিএল থেকে অবসর নেবেন? তাঁর ইনস্টা স্টোরি কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। রাসেলের ইনস্টা স্টোরিতে এক যুবকের ছবি। সেখানে লেখা, তুমি যখন মনে করছ সরে যাবে, তখন স্মরণ করা উচিত কে তুমি শুরু করলে।

রাসেলের এহেন বক্তব্য কিন্তু নতুন জল্পনা তৈরি করেছে। তবে কি রাসেল সরে যাবার ইঙ্গিত দিয়ে রাখলেন? নাকি আবার পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ার কথা জানালেন? রাসেল অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁর ইনস্টা স্টোরি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে।
কলকাতা নাইট রাইডার্সকে সাফল্য পেতে হলে ক্যারিবিয়ান তারকাকে ছন্দে ফিরতে হবে। তাঁর পাওয়ার হিটিং এখনও পর্যন্ত দেখা যায়নি আইপিএলে। ব্যর্থতা দূরে সরিয়ে রেখে সামনের ম্যাচে ঝাঁপিয়ে পড়তে চাইবেন রাসেল, এ কথা বলাই বাহুল্য। তিনি চলতে শুরু করলে, কেকেআরকে থামানোর সাধ্যি কি কারও আছে!
