আজকাল ওয়েবডেস্ক: বাঁচতে হলে জিততে হবে। সানরাইজার্স হায়দরাবাদের সামনে সমীকরণটা এমনই ছিল। সেই লড়াইয়ে নেমে দুর্দান্ত বোলিং করে দিল্লি ক্যাপিটালসকে ১৩৩ রানে আটকে দেয়। রান তাড়া করা আর হল না।
প্রথম ইনিংস শেষ হওয়ার পরই আকাশ ভেঙে নামে বৃষ্টি। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি চলায় আর খেলা সম্ভব হয়নি। ম্যাচটা চলে যায় বৃষ্টির গর্ভে। গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে ওঠার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পর ছিটকে গেল সানরাইজার্স।
সানরাইজার্সের এই ছিটকে যাওয়ার পিছনে একজনকেই ভিলেন ঠাওরানো হচ্ছে। তিনি ঈশান কিষান। দলের মালকিন কাব্য মারান তাঁর উপরে আস্থা দেখিয়েছিলেন। কিন্তু ঈশান কিষান সেই আস্থা রাখতে পারেননি।
১১ ম্যাচে ঈশান কিষানের সংগ্রহ মাত্র ১৯৬ রান। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষান। তার পরে হাফ সেঞ্চুরিও করতে পারেননি
তিনি। নিলামে ঈশান কিষানের পিছনে ১১.২৫ কোটি টাকা খরচ করেছিলেন কাব্য মারান। কিন্তু ঈশান মালকিনের যাবতীয় আস্থা ভেঙে দিয়েছেন।
প্রথম ম্যাচে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার পরে দুই অঙ্কের রান করতে পারেননি
৬টি ম্যাচে। সেঞ্চুরির পরে ঈশান কিষানের সর্বোচ্চ রান ৪৪। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছিলেন এই রান।
১১.২৫ টাকা খরচ করা জলে গেল।
