আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সে যোগ দিতে চলেছেন কুশল মেন্ডিস। জস বাটলারের পরিবর্তে শ্রীলঙ্কার ক্রিকেটার খেলবেন প্লে অফে।

গুজরাট টাইটান্সের গ্রুপের শেষ তিনটি ম্যাচে খেলে বাটলার ইংল্যান্ড জাতীয় দলে যোগ দেবেন। ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ শুরু হবে। আইপিএলের প্লে অফ এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের দিনক্ষণ একইদিনে। 

কুশল মেন্ডিস পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন। কিন্তু বাকি ম্যাচগুলো খেলার জন্য তিনি আর পাকিস্তানে ফিরতে চান না। সেই কারণেই কুশল মেন্ডিসকে  আইপিএল প্লে অফের জন্য ভেবেছে গুজরাট টাইটান্স। 

গুজরাটের ডাগ আউটে রয়েছেন দাসুন শানাকা। তাঁর সঙ্গে যুক্ত হতে চলেছেন কুশল মেন্ডিস। চলতি বছরের আইপিএলে গুজরাট টাইটান্স শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। একটা ম্যাচে জয় পেলেই গুজরাট পৌঁছে যাবে প্লে অফে। 

বেশ ভাল ছন্দে রয়েছেন বাটলার। তিন নম্বরে নেমে বাটলার ৫০০ রান করেছেন। প্লে অফে বাটলারের শূন্যস্থান কি পূরণ করতে পারবেন কুশল মেন্ডিস?