আজকাল ওয়েবডেস্ক: তিনি যে কোনও মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। তিনি ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নেন। তিনি আর কেউ নন, তিনি জশপ্রীত বুমরাহ।
গুজরাট টাইটান্সকে হারানোর পিছনে বড় অবদান বুমরাহর। বল হাতে ফিরেই তিনি সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দরের ৮৪ রানের পার্টনারশিপ ভাঙেন। তার পরই ম্যাচ চলে আসে মুম্বইয়ের দখলে।
বুমরাহর প্রশংসা করে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ''বুমরাহ যে কাজের জন্য বিখ্যাত, সেই কাজটাই করে গিয়েছে। ওয়াশিংটন সুন্দরের উইকেট না নিলে ও ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করত। তাহলে ম্যাচটা আরও কঠিন হয়ে যেত। আমার মনে আছে শেন ওয়ার্নকে স্বপ্নে শচীন তেণ্ডুলকর তাড়া করত। এই সময়ে প্রতিটি ব্যাটসম্যানকে স্বপ্নে তাড়া করে বুমরাহ।''
এবারের আইপিএলে শুরু থেকে নামেননি বুমরাহ। ১১টি ম্যাচ তিনি খেলেছেন। নিয়েছেন ১৮টি উইকেট। মনোজ তিওয়ারি বলছেন, ''মুম্বই এখন যে সাফল্য পাচ্ছে, তার মূলমন্ত্র হল বুমরাহ। চোট সারিয়ে দলে ফেরার পর থেকে মুম্বই দ্রুত এগিয়েছে। বুমরাহর উপস্থিতিতে মুম্বইয়ের বোলিং দারুণ শক্তিশালী হয়ে ওঠে এবং মুম্বইয়ের অধিনায়কের অর্ধেকেরও বেশি কাজ হয়ে যায়। কারণ বুমরাহ মোটেও রান দেয় না।''
