আজকাল ওয়েবডেস্ক: এই ৪৩-এও মহেন্দ্র সিং ধোনির ক্ষিপ্রতা নজর কাড়ার মতো। ০.১২ সেকেন্ডে চেন্নাই সুপার কিংসের তারকা সূর্যকুমার যাদবের বেল ফেলে দিয়েছেন। সেই ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত দেশের প্রাক্তন ওপেনার নভজ্যোৎ সিং সিধু। নিজের জীবন পর্যন্ত তিনি বাজি ধরতে পারেন ধোনির জন্য। সিধুর দাবি পঞ্চাশ বছর বয়সেও ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে পঞ্চাশ করতে পারেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ধোনির স্টাম্পিং দেখার পরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু করেছেন, এটাই কি সব থেকে দ্রুত স্টাম্পিং ধোনির?
সিধু বলছেন, ''৪৩ বছর বয়সে ধোনি এখনও সেরা। ও সেই পুরনো মদের মতো। সময়ের সঙ্গে সঙ্গে যা আরও ভাল হয়। ধোনির আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। তবুও মানুষ চায় ও যেন ময়দান ছেড়ে চলে না যায়। একটা জিনিসে আমি নিজের জীবন পর্যন্ত বাজি ধরতে পারি। চেন্নাই সুপার কিংসের হয়ে একমাত্র প্লেয়ার হিসেবে পঞ্চাশেও হাফ সেঞ্চুরি করতে পারে মহেন্দ্র সিং ধোনি।''
ধোনিকে দেখে মুগ্ধ সবাই। ধারাভাষ্যকার ম্যাথু হেডেন বলছেন, ''আগুন ধরিয়ে দিল ধোনি। দুর্দান্ত স্টাম্পিং। কী দ্রুত বেল ফেলে দিল, এখনও দারুণ ক্ষিপ্র ধোনি, দৃষ্টি এখনও ভাল। এখনও ও পারে।'' যাঁর বলে সূর্যকুমারের বেল তুলে নেন ধোনি, সেই নূর আহমেদ বলছেন, ''এমএসডি-র স্টাম্পিং ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর ব্যাপার। উইকেটের পিছনে মাহি ভাইয়ের উপস্থিতি এককথায় দুর্দান্ত। আমি দারুণ সাহায্য পাচ্ছি।''
শুধুমাত্র স্টাম্পিং নয়, দলের ফিল্ডিং সাজিয়ে দেওয়া, বোলারকে পরামর্শ দেওয়া, ম্যাচ রিডিংয়ে ধোনি এখনও ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর বাসিন্দা।
