আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে অর্থের খেলা। ক্রিকেটারদের ব্যাঙ্ক ব্যালান্স বাড়ে। অনামী অখ্যাত ক্রিকেটার হয়ে ওঠেন কোটিপতি। এটাই আইপিএল।
আইপিএলের আম্পায়ারদের বেতন কত? ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের প্রতি মরশুমে আম্পায়ারদের প্রায় ৭ লক্ষ ৩৩ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হয়।
সেরা আম্পায়াররা আইপিএল থেকে মোটা অঙ্কের অর্থ পান বেতন হিসেবে। সেই সঙ্গে রয়েছে আরও অনেক আর্থিক সুবিধা। অনিল চৌধুরী, ক্রিস্টোফার গাফানি, নীতিন মেনন, সি সামসুদ্দিন, অনন্তপদ্মনাভন, ব্রুস অক্সফোর্ডের মতো উচ্চ পর্যায়ের আম্পায়াররা সব চেয়ে বেশি অর্থ পান আইপিএলে।
প্রতি মরশুমে ৭, ৩৩, ০০০ টাকা বেতন হিসেবে পান তাঁরা। ম্যাচ পিছু তাঁদের আয় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। উপরের এই আম্পায়ারদের ম্যাচ পিছু আয়া প্রায় ১, ৯৮, ০০০ টাকা।
অনিল চৌধুরী ১২১ টি আইপিএল ম্যাচ পরিচালনা করেছেন। গাফানি আবার ৭৭টি ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন। নীতীন মেনন ৯৪টি ম্যাচ পরিচালনা করেছেন। এলিট প্যানেলের আম্পায়ারদের রোজগার সব চেয়ে বেশি আইপিএলের মহাযুদ্ধে।
