আজকাল ওয়েবডেস্ক: ছক্কা মারায় দক্ষ আশুতোষ শর্মা। কেউ কেউ তাঁকে ছক্কা-মেশিন বলেও আখ্যা দেন। সেই আশুতোষ শর্মা  দিল্লিকে অসম্ভব জয় এনে দিয়ে খবরের শিরোনামে। 

এহেন আশুতোষ শর্মাই বড় সড় অভিযোগ আনেন কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে। পণ্ডিতের জন্য অবসাদে চলে গিয়েছিলেন তিনি। এ কথাও জানান এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে। 

চন্দ্রকান্ত পণ্ডিত মধ্যপ্রদেশের প্রাক্তন কোচ। সেই সময়ে আশুতোষও ছিলেন মধ্যপ্রদেশের খেলোয়াড়। পডকাস্টে দেওয়া সেই সাক্ষাৎকারে পণ্ডিতের নাম উচ্চারণ করেননি তিনি। কিন্তু পণ্ডিতের জন্য যে ক্রিকেট প্রায় ছাড়তে চলেছিলেন, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে আশুতোষ বলেন, ''আমি জিমে যেতাম আর তার পরে হোটেলের ঘরে সময় কাটাতাম। মাঠে যাওয়ার অধিকার ছিল না আমার।  মানসিক অবসাদ গ্রাস করেছিল আমাকে।  কেউ আমাকে আমার দোষ বলে দেয়নি। মধ্যপ্রদেশের নতুন কোচের পছন্দ-অপছন্দ বেশি ছিল। ট্রায়াল ম্যাচে ৪৫ বলে ৯০ রান করেও আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল।'' 

মুস্তাক আলি ট্রফিতে তিনটি পঞ্চাশ করেছিলেন আশুতোষ। তবুও মাঠে যাওয়ার অনুমতি ছিল না আশুতোষের। হতাশ হয়ে পড়েছিলেন তিনি। গতবারের আইপিএলে কিংস পাঞ্জাবের বিরুদ্ধে ঝলসে উঠেছিলেন আশুতোষ। এবারের আইপিএলে দিল্লি বনাম লখনউ ম্যাচে আশুতোষ খেলেন ৩১ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংস। 

চন্দ্রকান্ত পণ্ডিতের দল কেকেআরের মুখোমুখি হবে আশুতোষের দিল্লি। সেই ম্যাচে গুরুকে অনেক কিছু ফিরিয়ে দিতে পারেন শিষ্য। সেই লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা।