আজকাল ওয়েবডেস্ক: ফের 'শ্বাস' নিতে পারছেন আন্দ্রে রাসেল। রবিবারের বিধ্বংসী ইনিংসের পরে ক্যারিবিয়ান তারকা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাঁকে নিয়ে যে 'গেল গেল' রব উঠেছিল, তাকে গঙ্গার জলে ফেলে দিতে পেরেছেন।
আইপিএলের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ''গত কয়েকটা ম্যাচে রান পাচ্ছিলাম না। প্র্যাকটিসে বেশ ভাল বল মারছিলাম। আমি বুঝতে পারছিলাম বড় রান পাওয়া কেবল সময়ের অপেক্ষা। টেকনিক নিয়ে আমি মোটেও চিন্তিত ছিলাম না। রান পাচ্ছিলাম না বলেও চিন্তিত ছিলাম না। দর্শকদের কাছে গ্যালারিতে কিছু বল ফেলতে পেরে ভাল লাগছে। সমর্থকরাও আমাদের জন্য চিয়ার করেছে এটাই ভাল লাগছে। সবথেকে বড় ব্যাপার ম্যাচটা আমরা জিতেছি।''
বল হাতেও রাসেল কিন্তু ছাপ ফেলে যাচ্ছেন। ইয়র্কার লেন্থে বল করে তিনি প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখছেন। রাসেল বলছেন, ''আমি যদি ১২ বলও পাই, তাহলে আটটা বা নটা বল বা ১২টা বলই ঠিক জায়গায় রাখার চেষ্টা করি। কিন্তু আমরাও মানুষ। মাঝে মাঝে লেন্থ ঠিকঠাক হয় না। কিন্তু যতটা সম্ভব ঠিক জায়গায় বলটা ফেলার চেষ্টা করি। আমার ভূমিকায় আমি সন্তুষ্ট। কারণ আমার বোলিং আমার ব্যাটিংয়ের পরিপূরক আবার আমার ব্যাটিং আমার বোলিংয়ের পরিপূরক।''
রাজস্থানকে মাটি ধরানোয় প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কেকেআর।
