আজকাল ওয়েবডেস্ক: ভক্তরা সেলফির জন্য অনুরোধ করছেন। কিন্তু তিনি সেই অনুরোধকে পাত্তাই দিচ্ছেন না।

সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার ট্রাভিস হেডকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় যত কাণ্ড। একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অজি তারকা হায়দরাবাদের একটি সুপার মার্কেটের মুদির দোকানে জিনিসপত্র কিনছেন।

তাঁকে দেখে সেখানে জড়ো হয়ে যান হায়দরাবাদের সমর্থকরাও। ভিডিওয় দেখা যায় হেডকে দেখার জন্য ভিড় জমে গিয়েছে সেই মুদির দোকানে। এর মধ্যেই এক মহিলা-ভক্ত হেডের সঙ্গে সেলফি তোলার আবদার করে বসেন। হেড সেই মহিলাকে স্পষ্টই না বলে দেন। তবুও ভক্তরা হাল ছাড়েননি।

শেষমেশ এক ভক্তকে বলতে শোনা গিয়েছে, ''বড্ড অ্যাটিচিউড দেখাচ্ছে।'' সংশ্লিষ্ট ভক্তের সেই বক্তব্যই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওর দিনক্ষণ অবশ্য জানা যায়নি। কেউ কেউ এই ভিডিও দেখার পরে ভক্তদের উপরেই খড়্গহস্ত হয়েছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zayn khan (@zayn_vloggs)