আজকাল ওয়েবডেস্ক: ইডেনের পুনরাবৃত্তি বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে এক ক্রিকেট ভক্ত ফেন্সিং টপকে কোহলির পায়ে গিয়ে পড়েছিলেন। তার পর তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হয়।
কোহলির পা ছুঁয়ে সেই ভক্ত হয়ে ওঠেন জনপ্রিয়। বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে রিয়ান পরাগকে নিয়েও একই রকম বীরপুজো চলল। স্থানীয় এক যুবক মাঠের ভিতরে ঢুকে রিয়ান পরাগের পাঁ ছুঁলেন।
গুয়াহাটি রিয়ান পরাগের ঘরের মাঠ। সেই মাঠে তাঁকে ঘিরে অপেক্ষা করছিল প্রবল জনসমর্থন। স্থানীয় যুবকের মাঠের ভিতরে ঢুকে পড়ে রিয়ান পরাগের পা ছুঁয়ে দেখাকে ভাল ভাবে নিচ্ছেন না ক্রিকেটভক্তরা।
বিরাট কোহলির জন্য যা জনসমর্থন, রিয়ান পরাগের ক্ষেত্রেও তাই! সোশ্যাল মিডিয়া উত্তাল। ক্রিকেটভক্তরা বিস্মিত। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখলেন, ''বীরপুজো সংস্কৃতি এই দেশে একপ্রকার রোগ। রিয়ান পরাগের মতো একজন ক্রিকেটার যে ভারতের হয়ে খেলেনি, আইপিএলের মাত্র এক মরশুমে ভাল খেলেছে, তাঁর প্রতি এই ভালবাসা, এই পুজো! এও কি সম্ভব!''
A fan came into the ground, touched the feet & hugged Rajasthan Royals Captain Riyan Parag ???? pic.twitter.com/opLS4NITas
— Johns. (@CricCrazyJohns)Tweet by @CricCrazyJohns
কেউ আবার বলছেন, এটা পুরোপুরি সাজানো ব্যাপার। এক ভক্ত লিখেছেন, রিয়ান পরাগ দশ হাজার টাকার বিনিময়ে এই ভক্তকে ভাড়া করে মাঠে এনেছে এবং তাঁর পা ছুঁইয়েছে। নেটদুনিয়ার মতে, পুরো ব্যাপারটাই সাজানো। এবং সেটা রিয়ান পরাগই সাজিয়েছেন।
রিয়ান পরাগের কাছ থেকে অবশ্য কোনও মন্তব্য পাওয়া যায়নি। গুয়াহাটিতে খেলতে নেমে পরাগকে বলতে শোনা গিয়েছিল, ''রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। ১৭ বছর বয়স থেকে আমি শুরু করেছিলাম। ম্যানেজমেন্ট আমার প্রতি ভরসা রেখেছে। রাজস্থান রয়্যালসের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।''
