আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাঁ জাঁ-র কাছ বিধ্বস্ত হয়েছিল ইন্টার মিলান। রানার্স হয়েছিল ইতালির ক্লাব।
এবার ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মিলান। ১৮ জুন মন্তেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ অভিযান। কিন্তু সেই ম্যাচের বল গড়ানোর আগে অদ্ভুত সমস্যায় মিলান। তাদের ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমিকে ক্লাব বিশ্বকাপের শুরুতে পাওয়াই যাবে না।
ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত চলছে। যুদ্ধ যুদ্ধ গন্ধ সেখানে। মেহেদি তারেমি আটকে রয়েছেন তেহরানে। ফলে তিনি দেশ ছেড়ে বেরোতেই পারছেন না।
গত সপ্তাহে ইরানের জার্সিতে খেলেছেন তারেমি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে গোলও করেন তিনি। ইরান ৩-০ গোলে হারায় উত্তর কোরিয়াকে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য বিমান না পাওয়ায় তিনি আর ফিরতে পারেননি। ইন্টার মিলানের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব মন্টেরি। ম্যাচটি হবে পাসাডেনা রোজ বোলে।
