আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপে নাটকীয় রাতের জন্ম দিল ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিয়েছে ইন্টার মিলান। অন্যদিকে গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসাল বরুসিয়া। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সাঁ জাঁর কাছে পাঁচ গোল হজম করেছিল ইন্টার মিলান। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিরুদ্ধে ড্র করেছিল মিলান। তাদের উপরে বাড়ছিল চাপ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততে হবেই। এ ছাড়া কোনও উপায় ছিল না। ক্লাব বিশ্বকাপে এশিয়ার প্রতিপক্ষ উরাওয়া রেডসকে ১-২ গোলে হারাল ইতালির ইন্টার। 

খেলার শুরুতেই উরাওয়া চমকে দিয়েছিল। ১১-তম মিনিটে রায়োমা ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানের ক্লাবটি। 

প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি  ইন্টার মিলান। ৭৮ মিনিটে অধিনায়ক লাউতারো মার্টিনেজ সমতা ফেরান। 

অ্যাডেড টাইমে নাটকীয়তা পৌঁছয় চূড়ান্ত পর্যায়ে। ম্যাচের ৯২ মিনিটে ভ্যালেন্তিন কারবনির গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিলান।

এই জয়ের ফলে ই গ্রুপের শীর্ষে পৌঁছল ইতালির ক্লাব ইন্টার মিলান। এদিকে ডর্টমুন্ড ও দক্ষিণ আফ্রিকার ক্লাব সানডাউন্স ম্যাচে সাত গোল হল। শেষমেশ ডর্টমুন্ড ৪-৩ গোলে হারাল মামেলোদি সানডাউন্সকে।