আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম সাক্ষাতে বার্সেলোনার বিরুদ্ধে চোট পেয়েছিলেন ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজ। 

ফিরতি সাক্ষাতে মাঠে নামতে মরিয়া তিনি। এ কথা জানিয়েছেন ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি। 

বার্সা-ইন্টার প্রথম সাক্ষাতের ফল হয়েছিল ৩-৩। সেই ম্যাচেই চোট পান আর্জেন্টাইন তারকা। মাঠে ফেরার জন্য যা দরকার, সেগুলোই করছেন তিনি। 
বিস্ফোরক ম্যাচের আগে ইনজাঘি বলেন, ''ম্যাচ  খেলার জন্য যা দরকার, সবটাই করছে। মেডিক্যাল টিম এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'' 

২৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৭টি গোল করেছেন।  ইনজাঘি বলেন, ''যদি কেউ ম্যাচ শুরু করতে না পারে, তাহলে শেষ ২৫ মিনিটে মার্টিনেজকে দিয়ে কিছু করানো সম্ভব নয়।'' 

এদিকে বার্সার তারকা লামিনে  ইয়ামালকে থামানোর পরিকল্পনা ছকে রেখেছেন সিমোন ইনজাঘি। ইয়ামাল সম্পর্কে তিনি বলেন, ''ইয়ামাল যেন বল না পায়। তবে এটা তো সম্ভব নয়। ওকে দু'জন মিলে মার্ক করবে। ইয়ামাল এমন একজন যাকে সবসময়ে নজরে রাখতে হবে।'' 

ইয়ামাল স্তুতি এখানেই শেষ নয়। ইনজাঘি আরও বলেন, ''অসাধারণ এক প্রতিভা ইয়ামাল। ও জানে কখন কীভাবে খেলতে হয়।''