আজকাল ওয়েবডেস্ক: টানটান উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে। বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান। খেলা শেষ হল ৩–৩ ফলে। নজর কেড়ে নিলেন ইয়ামাল।
হ্যান্সি ফ্লিক বলছেন সেমিফাইনালের ফিরতি লড়াই আসলে ফাইনালের আগে আরও একটি ফাইনাল। সেই ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে হয়তো পাবে না ইন্টার মিলান।
বার্সার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরি হয় তাঁর। দ্বিতীয়ার্ধে তাঁকে পরিবর্তন করে মেহদি তারিমিকে মাঠে নামান ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি।
৬ মে ফিরতি সাক্ষাৎ। সেই ম্যাচে নামা হবে না মার্টিনেজের। ইন্টার কোচ বলেছেন, ''মার্টিনেজ অস্বস্তি বোধ করছিল। কয়েকটা পরীক্ষার পরে বোঝা যাবে কী অবস্থা মার্টিনেজের। মনে হচ্ছে দ্বিতীয় লেগে ওকে পাওয়া যাবে না।''
এদিকে ফ্লিক বলেছেন, ''আমরা শুরুটা ভালো করতে পারিনি। আমরা দু'টি গোল হজম করি, এরপরে ঘুরে দাঁড়াই। দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সের ওঠানামা করে। দর্শকদের জন্য দুর্দান্ত একটা ম্যাচ ছিল। দুই ম্যাচের প্রথমটি এটা। মিলানে আমাদের জিততে হবে। ম্যাচটি ফাইনালের আগে আরেকটি ফাইনাল।''
মার্টিনেজ না থাকলে ইন্টার মিলান কিছুটা শক্তি হারাবে বলেই মনে করছেন ফুটবল ভক্তরা। পরের সাক্ষাতের অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন ভক্তরা।
