আজকাল ওয়েবডেস্ক: খেলার মাঠে লিও মেসির সঙ্গে বাকিদের জমিন আসমান পার্থক্য। টাকার অঙ্কেও বিশাল ব্যবধান বাকিদের সঙ্গে। 

সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে, তাতে এই ব্যবধান আরও স্পষ্ট। 

মেজর লিগ সকারে আর্জেন্টাইন কিংবদন্তি সবার থেকে বেশি আয় করেন। এমএলএসের ২১টি ক্লাব তাদের ফুটবলারদের যে পরিমাণ বেতন দেয়, মেসির স্যালারি তার থেকেও বেশি। 

এর থেকেই বোঝা যায় মেসি সবার থেকে দামি। এই কারণে তাঁকে পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে বিশ্বের প্রায় সব ক্লাব। 

বছরে ২ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ ডলার বেতন পান মেসি। 

মঠে নেমে ৩৮-এর মেসি এখনও ফুল ফোটান। এখনও তিনি বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল করেন। তিনি দলে থাকা মানেই জয়ের পাসওয়ার্ড পেয়ে যাওয়া। ক্লাব বিশ্বকাপে মেসির ইন্টার মায়ামি পৌঁছে গিয়েছে নক আউটে। সামনে অপেক্ষা করছে প্যারিস সাঁ জাঁ। কী হবে তা বলবে সময়। মাঠের ঘটনার জন্য যেমন মেসিকে নিয়ে চর্চা চলছে, তেমনই তাঁর বেতন নিয়েও চলছে আলোচনা। 

মেজর লিগ সকার ফুটবলারদের বেতনের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় দেখা যাচ্ছে মেসির মূল বেতন ১ কোটি ২০ লক্ষ ডলার। মেজর লিগ সকারে ফুটবলারদের সবচেয়ে বেশি বেতন দেয় ইন্টার মায়ামি। যার পরিমাণ ৪ কোটি ৬৮ লক্ষ ডলার। সেই ক্লাবের সব থেকে বেশি স্যালারি পাওয়া ফুটবলারের নাম লিও মেসি। 
বেতন পাওয়ার নিরিখে বিচার করলে মেসির ঠিক পরেই রয়েছেন টরন্টোর ইতালীয় উইঙ্গার ইনসিনিয়ে। তাঁর পারিশ্রমিক ১ কোটি ৫৪ লক্ষ ডলার।