আজকাল ওয়েবডেস্ক:‌ আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হল ইন্টার কাশীকে। ভারতীয় ফুটবল ফেডারেশনের রায় ধোপে টিকল না আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। 


এর আগে ফেডারেশন চার্চিল ব্রাদার্সকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে গেল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে। সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বিরাট অঙ্কের জরিমানাও করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এছাড়া চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি এবং রিয়াল কাশ্মীরকেও জরিমানা করা হয়েছে।


ঘটনার সূত্রপাত সেই চলতি বছরের জানুয়ারি মাসে। নামধারী এফসি’র বিরুদ্ধে ০–২ গোলে হেরে গিয়েছিল ইন্টার কাশী। হারের পরেই ইন্টার কাশী অভিযোগ তোলে, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। বিষয়টা ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে ইন্টার কাশীকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ফেডারেশনের আপিল কমিটিতে আবেদন করে নামধারী। তখন শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় ফেডারেশনের আপিল কমিটি। 


স্থগিতাদেশের বিরোধিতা করে সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় ইন্টার কাশী। সেখানে ফেডারেশনের রায় খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে প্রথম দফার এই রায় বেরলেও ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি। অবশেষে শুক্রবার দ্বিতীয় এবং শেষ দফার রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তাতেই সাফ জানিয়ে দেওয়া হল, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। আদালতের রায়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেল চার্চিল, যাদের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল ফেডারেশন। 


ফেডারেশনের সিদ্ধান্ত তো বদলে গেলই, সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে বলা হয়েছে, ৩ হাজার সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে ইন্টার কাশীকে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৩ লক্ষ ২২ হাজার টাকা। এছাড়াও চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি এবং রিয়াল কাশ্মীরের প্রত্যেককেই ১ হাজার সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা।

 

 

আরও পড়ুন:‌ আসেনি সাফল্য, আইএসএলের এই ক্লাবের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন কোয়েল ...

এদিকে, আইএসএলের ক্লাব চেন্নাইয়িন এফসি’‌র দায়িত্ব ছাড়লেন ওয়েন কোয়েল। দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতেই দায়িত্ব ছেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারই এই খবর জানিয়ে দেয় চেন্নাইয়িন কর্তৃপক্ষ। দু’‌দফায় ওয়েন আইএসএলের এই ক্লাবের দায়িত্ব পালন করেছেন।


প্রথম বার ২০১৯–২০ মরসুমে চেন্নাইয়িনের দায়িত্ব নিয়েছিলেন কোয়েল। সেবার মোটেই ভাল খেলছিল না চেন্নাইয়িন। প্রায় ধুঁকতে থাকা দলকে ওয়েন নিয়ে গিয়েছিলেন আইএসএলের ফাইনালে। ভারতীয় ফুটবলে এসেই নজর কেড়েছিলেন উইগান অ্যাথলেটিক, ব্ল্যাকবার্ন রোভার্সের মতো দলকে কোচিং করানো কোয়েল। কিন্তু খুব বেশিদিন সেবার দায়িত্ব পালন করেননি কোয়েল। অন্য কোচের শরণাপন্ন হয় চেন্নাইয়িন। যদিও সেই কোচের কোচিংয়ে প্রত্যাশিত সাফল্য না আসায় ২০২৩ সালে তাঁকে আবার কোচের দায়িত্ব দেন চেন্নাইয়িন কর্তৃপক্ষ। কিন্তু দ্বিতীয় পর্বে সাফল্য পাননি ব্রিটিশ কোচ। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আইএসএলে ১১ নম্বরে গতবার শেষ করেছিল চেন্নাইয়িন। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কর্তারা। দু’পক্ষের আলোচনার পর ইস্তফা দিয়েছেন ৫৯ বছরের কোচ।