আজকাল ওয়েবডেস্ক: শুধু মেয়ের জনই তিনি প্যারিস সাঁ জাঁ-কে চ্যাম্পিয়ন করাতে চান। শুধু মেয়ের জন্যই আরও একবার তিনি পার্টি করতে চান। শুধু মেয়ের জন্যই। তিনি লুইস এনরিকে। 

চ্যাম্পিয়ন্স লিগ খেতাব হাতে তুলতে আর ঠিক এক কদম দূরে তিনি। ফাইনালে মুখোমুখি পিএসজি ও ইন্টার মিলান। তার আগে লুইস এনরিকের স্মৃতিতে তাঁর প্রয়াত কন্যা। 

মাত্র ৯ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে আর জিততে পারেনি এনরিকে কন্যা জানা। মেয়ের স্মৃতি বুকে নিয়ে এগিয়ে চলেছেন এনরিকে। মেয়ের জন্যই তিনি জিততে চান এবারের চ্যাম্পিয়ন্স লিগ। জেততে চান পিএসজি-কে। 

বারুদে ঠাসা এক ফাইনালের আগে এনরিকে বলছেন, '' আমার মেয়ে পার্টি করতে ভালবাসত। ও আজ যেখানেই থাকুক না কেন, আমার মনে হয় ও উদযাপন করছে।'' 

প্রাণোচ্ছ্বল এক মেয়ে হেরে গেল দূরারোগ্য এক রোগের কাছে। পিতা-পুত্রীর সুখস্মৃতি মনে কড়া নেড়ে যায়। উদাস করে তোলে পুরোদস্তুর কোনও পেশাদার কোচকেও। এনরিকে বলে চলেন, ''বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর ওর সঙ্গে তোলা দুর্দান্ত ছবিটার কথা মনে পড়ে। জেতার পরে মাঠে বার্সেলোনার পতাকা রাখছিল।'' 

পিএসজি-কে জেতাতে পারলে এনরিকে মনে করবেন, তাঁর মেয়ে আনন্দিত। জানা উদযাপন করবে সেই জয়। শারীরিক দিক থেকে না থাকলেও, হয়তো থাকবে অন্য ভাবে।  শুধু মেয়ের জন্যই এনরিকে জিততে চান চ্যাম্পিয়ন্স লিগ। 

তাই লড়াইটা কেবল কোচ লুইস এনরিকের নয়। মেয়ে হারানো এক বাবারও বটে। দূরের কোনও পৃথিবীতে থাকা মেয়ের মুখে খুশি এনে দেওয়ার জন্য এনরিকে নামবেন এক অন্য যুদ্ধে।