আজকাল ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে সূর্যকুমার যাদবের ভারত। খুব সহজেই প্রথম ম্যাচ জিতেছে ভারত। কিন্তু সেই ম্যাচ বিতর্কের জন্ম দিয়েছেঅর্শদীপ সিংকে বাইরে রেখেই খেলতে নেমেছিল ভারত। আর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় যত বিতর্ক। টি-টোয়েন্টি ফরম্যাটে যিনি সর্বোচ্চ উইকেট-শিকারী, তাঁকে বাদ দিয়েই দল নামানো হয়

অর্শদীপকে বাইরে রেখে কেন দল গড়া হল, তা নিয়ে ভারত-পাক ম্যাচের আগে মুখ খুলেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেছেন, ''প্রধান কোচ এবং অধিনায়কের সঙ্গে আমাদের প্রথম আলোচনা হয় যে এই ১৫ জন এরকম, এরা প্রত্যেকেই খেলার যোগ্য''

আরও পড়ুন:  দুবাইয়ের মহারণ বয়কটের পথে বিসিসিআইও, স্টেডিয়ামে থাকবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও কর্তা 

তাঁর সংযোজন, ''যদি কোনও খেলোয়াড় না খেলে, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য তা কঠিন একটা বিষয়। তার মনে হতে পারে, তাকে দলে নেওয়া হল না। দিনের শেষে এটি একটি দলগত খেলা। তাই, সবাই জানে যে এখানে কোনও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই''

কোটাক আরও বলেন, ''দলের জন্য যা ভালো হবে, অধিনায়ক এবং প্রধান কোচ সেই সিদ্ধান্তই নেবেন। কারও মনে কোনও সন্দেহ আছে বলে মনে হয় না। তাই, যারা খেলছে না, তারা সবসময় যারা খেলছে তাদের সাহায্য করার চেষ্টা করছে''

প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মতামত। তাঁদের বক্তব্য, অর্শদীপ সিং বাঁ হাতি পেসার। তাঁকে খেলতে সমস্যা পড়তেন প্রতিপক্ষের ব্যাটাররাঅর্শদীপ সবসময়ে শুরুতেই উইকেট তুলে নিতে পারেন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে পঞ্জাবতনয় যথেষ্ট কার্যকরী ভূমিকা নেন। সেই তাঁকেই কেন বসানো হল? ইংল্যান্ডে তাঁকে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয়এশিয়া কাপেও কি তাই হবে? সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তর্ক-বিতর্ক। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীই নেই? এমন প্রশ্ন উঠল। ২০২২ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর অর্শদীপ ৬৩টি টি-টোয়েন্টি থেকে ৯৯টি উইকেট নেন।

রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকা অবশ্য এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর শক্তি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। ভারতের প্রাক্তন তারকা বলেন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।''

রবিবার দুবাইয়ে ভারতপাক মহারণ। সেই ম্যাচে নিশ্চয় তুল্য মূল্য লড়াই হবে। দুই প্রতিবেশি দেশই ক্রিকেটের পাওয়ার হাউজ। কিন্তু বিশেষজ্ঞরা অন্য মেরুতে। তাঁদের মতে, পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। ভারতের সঙ্গে কোনও তুলনাই চলে না। কী হবে, তা বলবে সময়

আরও পড়ুন: পাক ম্যাচের আগে নয়া ফিটনেস পরীক্ষা দিলেন গিল, হার্দিকরা!‌ পাশ করলেন কারা কারা জানুন