আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা উইকেট কিপার ঋষভ পন্থকে নিয়ে আপডেট দিলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে। চতুর্থ টেস্টে কি পন্থ উইকেটের পিছনে দাঁড়াবেন? পন্থকে নিয়ে চলছে চর্চা। চতুর্থ টেস্টে তিনি কিপিং করবেন কিনা তা এখনও স্থির হয়নি বলে জানান দুশখ্যাতে।
লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন পন্থ। ম্যাচের বাকি সময় তিনি আর উইকেটের পিছনে দাঁড়াননি। ইংল্যান্ডের ইনিংসে কিপিং করতে দেখা যায় ধ্রুব জুড়েলকে। অস্বস্তি নিয়েও ব্যাটিং করেন পন্থ। প্রথম ইনিংসে পন্থ করেন ৭৪, দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ৯ রান। মোক্ষম সময়ে আর্চারের তীব্র গতিতে ধেয়ে আসা বল পন্থের উইকেট ছিটকে দেয়।
দুশখ্যাতে সাংবাদিক বৈঠকে জানান, পন্থের আঙুলের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। চতুর্থ টেস্টের আগে ব্যাট করবেন পন্থ। দুশখ্যাতে বলছেন, ''ম্যানচেস্টার টেস্টের আগে ব্যাট করে দেখবে পন্থ। ওকে কোনও মুহূর্তে টেস্ট থেকে বাইরে রাখা যাবে না। তৃতীয় টেস্টে হাতে চোট নিয়ে ব্যাটিং করেছে পন্থ। কিপিং হল প্রক্রিয়ার শেষ অংশ। আমাদের নিশ্চিত করতে হবে যে পন্থ কিপিং করতে পারে - আমরা আর এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই না যেখানে ইনিংসের মাঝপথে আমাদের কিপারকে পরিবর্তন করতে হবে।''
আরও পড়ুন: ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ, গোলাপি ডিউক বল নিয়ে প্রশ্ন অজি কোচের
পন্থকে সময় দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার অনুশীলন করেননি পন্থ। তাঁর চোটগ্রস্ত আঙুলকে বিশ্রাম দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। পন্থের পাশাপাশি জশপ্রীত বুমরাহকে নিয়েও চিন্তার মেঘ ভারতের সাজঘরে।

চতুর্থ টেস্টে খেলবেন জশপ্রীত বুমরাহ? বর্তমানে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বার্মিংহ্যামে প্রথম টেস্ট হারের পর এজবাস্টনে খেলানো হয়নি তারকা পেসারকে। আবার লর্ডসে খেলানো হয়। তৃতীয় টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে হারলেই সিরিজ হার। এই অবস্থায় চতুর্থ টেস্টে কি খেলতে দেখা যাবে বুমরাহকে?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করছেন, বুমরাহকে চতুর্থ টেস্টে খেলানো উচিত। ভারত ১-২ এ সিরিজে পিছিয়ে পড়ায় চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিসিসিআই জানিয়ে দেয়, পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবেন তারকা পেসার। সাংবাদিক সম্মেলনে সেটা সরাসরি জানিয়ে দেন গম্ভীর। দীপ মনে করছেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চতুর্থ টেস্টে খেলা উচিত বুমরাহর। পরের টেস্টের আগে আট দিনের বিরতি রয়েছে। যা রিকভারির জন্য যথেষ্ট। একইসঙ্গে জানান, ভারত ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলে শেষ টেস্টের কোনও গুরুত্ব থাকবে না।

দীপ বলেন, ''জশপ্রীত বুমরাহর অবশ্যই চতুর্থ টেস্টে খেলা উচিত। আমি শুনেছিলাম, ওকে প্রথম, তৃতীয় এবং পঞ্চম টেস্টে খেলানো হতে পারে। কিন্তু ভারত যখন পিছিয়ে পড়েছে, চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের সেরা বোলারকে অবশ্যই খেলানো উচিত। দুই টেস্টের মধ্যে আট দিনের বিরতি আছে। চতুর্থ টেস্টে হেরে গেলে আর পঞ্চম টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। বর্তমানে আসন্ন টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।''
চতুর্থ টেস্টের আগে ভারতের শিবিরে চিন্তা দুই তারকা ক্রিকেটারকে নিয়ে। একজন পন্থ। অন্যজন বুমরাহ। শেষ পর্যন্ত এই দুই তারকাকে নিয়ে ভারতীয় দল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: সুন্দরী ‘মিয়া’-কে দেখেই টেনিস মাথায় উঠল দর্শকদের, উইম্বলডনে কী করে বেড়ালেন এই সুন্দরী?
