আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নের চতুর্থ টেস্টের আগে ঋষভ পন্থকে সতর্ক করলেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। 

পন্থের ভয়ডরহীন ক্রিকেট এবং বেপরোয়া ব্যাটিং নিয়ে মুখ খুলেছেন লিটল মাস্টার। 

পরিস্থিতিকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর। ইনিংসের শুরু থেকেই ধুমধারাক্কা ক্রিকেট না খেলে তারকা ক্রিকেটারকে শট নেওয়ার ক্ষেত্রে 'ধীরে চলো' নীতি নেওয়ার কথা বলেছেন কিংবদন্তি ওপেনার। 

তিনটি টেস্টের পাঁচটি ইনিংসে পন্থের রান যথাক্রমে ৩৭, ১,২১,২৮ ও ৯। ম্যাচের পরিস্থিতি বিচার না করে পন্থ আগ্রাসী শট খেলে থাকেন। 

অ্যাডিলেডের দিন-রাতের টেস্ট ম্যাচে স্কট বোল্যান্ডকে প্রথম বলেই ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন। 

মেলবোর্ন টেস্টের আগে পন্থকে সতর্ক করে দিয়ে গাভাসকর বলছেন, ''সবাই যেটা করে থাকে, ঋষভ পন্থকেও সেটাই করতে হবে। প্রথম আধ ঘণ্টাকে সম্মান করতে শেখো, ব্যাট করতে নেমে একটু সম্মান দিতেই হবে। ভারতের রান যখন ৩ উইকেটে ৫২৫, তখন আগ্রাসী শট খেলুক।'' 

বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময়ে পন্থ নিজের বিপদ ডেকে এনেছেন। সেই সঙ্গে দলকেও ডুবিয়েছেন। 

অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথু হেডেন অবশ্য এরপরেও ভরডরহীন ক্রিকেট খেলারই পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, ''আমি সবসময়েই পন্থের ভক্ত। ও ব্যতিক্রমী, এ বিষয়ে কোনও সন্দেহই নেই। একই ভাবে খেলা চালিয়ে যাবে বলেই আশা রাখি। পন্থের কাছ থেকে এখনও পালটা মারের খেলা দেখিনি। ভয়হীন ভাবে খেলে গেলে রানে ফেরার বড় সুযোগ পন্থের সামনে। ভারতেরও সুবিধা সেক্ষেত্রে।''