মোহনবাগান ২ (ম্যাকলারেন, পেত্রাতোস)


মুম্বই সিটি এফসি ২ (জন টোরাল, নাথান রড্রিগেজ)

আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক মাস মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের টিকিট ছেড়েছিল মুম্বাই সিটি এফসি। সেখানে লেখা হয়েছিল মরশুমের সবথেকে বড় হোম গেম। কথাটা যে খুব একটা ভুল নয় সেটা এদিন আরও একবার প্রমাণিত হল মুম্বাই ফুটবল এরিনাতে। মরশুমের প্রথম ম্যাচে যুবভারতীতে পিছিয়ে পড়ে ড্র করেছিল মুম্বই। এদিন সেট টিম এবং আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধেও ম্যাচ ড্র হল। সমানে সমানে টক্কর হল দুই দলের মধ্যে। খেলার ফলাফল ২-২। মোহনবাগানের হয়ে গোল করে গেলেন ম্যাকলারেন এবং পেত্রাতোস। লিগ টেবিলে বর্তমানে ৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে জ্বলজ্বল করছে মোহনবাগানের নাম।

 

চ্যাম্পিয়ন হয়ে গেলেও ম্যাচের আগে মলিনা জানিয়েছিলেন, শিল্ড জিতলেও কাপ জেতা এখনও বাকি। জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা। এদিন দলে চারটি পরিবর্তন আনেন বাগান কোচ। আশিস রাই, আলবার্তোকে বসিয়ে নামিয়েছিলেন সৌরভ ভানওয়ালা এবং দীপেন্দু বিশ্বাসকে। আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশী এবং গ্রেগ স্টুয়ার্টের জায়গায় খেলেন দিমি পেত্রাতোস। খেলার শুরুতে দুই দলকেই এদিন সতর্কভাবে খেলতে দেখা যায়। মুম্বইয়ের আক্রমণের ঝাঁঝ বেশি হলেও প্রথম আঘাত হানে মোহনবাগানই। ৩২ মিনিটের মাথায় মুম্বইয়ের ভুলে ফাঁকায় বল পেয়ে যান ম্যাকলারেন।

 

 লাচেংপার পাশ দিয়ে সেকেন্ড পোস্টে হালকা করে বল ঠেলে দেন তিনি। ৪১ মিনিটের মাথায় মোহনবাগানকে ২-০ এগিয়ে দেন পেত্রাতোস। লিস্টনের ক্রস লাচেংপা ফিস্ট করে দিলে ফিরতি বল আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন বাগান সমর্থকদের নয়নের মণি। অবশ্য, দ্বিতীয়ার্ধে খেলা অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে। ৫৭ মিনিটে ব্যবধান কমান জন টোরাল। বক্সের ভেতর ভিড়ের মধ্যে সুযোগ পেয়ে বল জালে জড়িয়ে দেন। ৫৮ মিনিটে বিক্রমপ্রতাপ লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান।

 

গোল শোধ করতে মরিয়া হয়ে উঠতে শেষের দিকে সৌরভকে তুলে আশিস রাইকে নামান মলিনা এবং অভিষেকের জায়গায় আসেন অভিজ্ঞ থাপা। কিন্তু ৮৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মুম্বই ডিফেন্ডার নাথান রড্রিগেজ। শেষের দিকে আক্রমণ বাড়াতে গ্রেগ স্টুয়ার্টকে নামালেও গোল পায়নি মোহনবাগান। মুম্বই ড্র করায় আরও জমে গেল শেষ ছয়ের লড়াই। প্রসঙ্গত, এদিন ফুল হাউস মুম্বই ফুটবল এরিনায় ম্যাচ শুরুর সময় এদিন চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেওয়া হয় মুম্বই সিটির তরফে।