আজকাল ওয়েবডেস্ক: ইডেনে নজির গড়লেন অর্শদীপ সিং। ইংল্যান্ডের দুই উইকেট নিয়ে তিনি ছাপিয়ে গেলেন যুজবেন্দ্র চহালকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এখন থেকে অর্শদীপ সিংই। চহালকে ছাপিয়ে যাওয়ার জন্য খেলার শেষে তিনি কান ধরে ক্ষমা চেয়ে নেন ভারতের তারকা স্পিনারের কাছে। 

অর্শদীপ সিং শুরুতেই ফিরিয়ে দিলেন ফিল সল্ট (০) ও বেন ডাকেটকে (০)। আর এই দুই উইকেট নেওয়ায় অর্শদীপ সিং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন। চহালের উইকেট সংখ্যা ছিল ৯৫। অর্শদীপ দু'উইকেট নেওয়ায় তাঁর উইকেট সংখ্যা এখন ৯৭। 

অর্শদীপ বলেন, ''কঠিন পরিশ্রমের ফলাফল পেলাম। দেশের হয়ে আগামীদিনে আরও উইকেট নিতে চাই।'' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Team India (@indiancricketteam)