আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহ দলে নেই। মহম্মদ সামি দলের একনম্বর পেসার। তাই বাড়তি দায়িত্ব তাঁর উপরে। দলের পেস আক্রমণের জোয়াল টানা প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গপেসার। তিনি বলেন, ''দলের প্রধান বোলার হলে চাপ সবসময়ে থাকে। আরেকজন বোলার অলরাউন্ডার হলে চাপ আরও বেশি। উইকেট নিতে হবে প্রধান বোলারকেই এবং সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।''
২০২৩ বিশ্বকাপের পরে অস্ত্রোপচার হয় সামির। চোট সারিয়ে প্রায় ১৪ মাস পরে ক্রিকেট মাঠে ফেরেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং আক্রমণের গুরুদায়িত্ব সামির উপরে। তিনি বলছেন, ''আমি আমার ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। দু 'জন ফাস্ট বোলার না থাকলে চাপ তো সবসময়েই বাড়ে। আমাকেই অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।''
অনেকেই সামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু সামি এমন ধরনের প্রশ্নকে উড়িয়ে দিচ্ছেন। বলছেন, ''দলে সুযোগ পাওয়ার পরে এইসব প্রশ্নের কোনও অর্থই নেই। ফিটনেস নিয়ে খুব বেশি চিন্তার কোনও দরকার নেই। আমাদের পরিশ্রম করতে হবে, তার পরে দেখতে হবে শরীর তার সঙ্গে মানাতে পারছে কিনা। হাজার হোক আমরা তো শ্রমিক।''
দুবাইয়ে খেলছে ভারত, এ নিয়ে তর্কবিতর্কের অবসানই হচ্ছে না। গৌতম গম্ভীর উড়িয়ে দিচ্ছেন সমালোচনা। সামি কিন্তু অন্য মেরুতে। তিনি বলছেন, ''দুবাইয়ে খেলতে হওয়ায় আমরা সুবিধা পাচ্ছি ঠিকই। পিচের চরিত্র আমাদের জানা। একই ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছি আমরা।''
