আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের হয়ে নিয়মিত খেলা ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার সিমি সিং বর্তমানে জীবনের সঙ্গে লড়াই করছেন। লিভারের সমস্যায় ভুগছেন তিনি। লিভার কাজ করছে না তাঁর। একটি রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। লিভার ট্রান্সপ্লান্ট করা হবে তাঁর। মোহালিতে জন্ম সিমির। অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৭ পাঞ্জাব দলের হয়ে খেলেন তিনি। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাননি। ২০০৬ সালে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে আয়ারল্যান্ডে যান। সেখানে পেশাদার ক্রিকেটার হিসেবে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে যোগ দেন। তারপর আয়ারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন সিমি। আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি একদিনের ম্যাচ এবং ৫৩ টি-২০ ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে ৩৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টি-২০ ক্রিকেটে উইকেটের সংখ্যা ৪৪। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন।
তাঁর এই অবস্থার কথা জানান সিমির শশুর পারভিন্দর সিং। তিনি বলেন, 'পাঁচ-ছয় মাস আগে ডাবলিনে থাকাকালীন এক অদ্ভুত রকমের জ্বর হয়। যা আসছিল এবং যাচ্ছিল। ওখানে পরীক্ষা করায়, কিন্তু কোনও কিছুই ধরা পড়েনি। ওখানকার ডাক্তাররা জানায়, এর কারণ বোঝা যাচ্ছে না। তাই তাঁরা চিকিৎসা শুরু করতে পারবে না। এর ফলে চিকিৎসা শুরু হতেই দেরী হয়ে যায়। সিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই আমরা ভারতে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিই। জুনের শেষদিকে মোহালিতে আসে সিমি। তারপর বেশ কিছু পরীক্ষার পর জুলাইয়ের শুরুতে চণ্ডিগড়ের পিজিআইতে চিকিৎসা শুরু হয়। প্রথমে টিবির চিকিৎসা চলে। অ্যান্টিবায়োটিক চলে। পরে জানা যায়, ওর টিবি হয়নি। জ্বর না কমায় আরও একটা পরামর্শের জন্য আমরা মোহালির প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমরা জানতে পারি, সিমির টিবি হয়নি। তবে ছয় সপ্তাহের চিকিৎসা এবং ওষুধপত্র শেষ করতে হবে। তার পাশাপাশি স্টেরয়েডও দেওয়া হয়। তারপর আবার জ্বর বাড়তে থাকে এবং জন্ডিস ধরা পড়ে। আগস্টের শেষে আবার পিজিআইয়ে নিয়ে যাই, যেখানে ও আইসিইউতে ভর্তি ছিল। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে। তারপর জানা যায়, লিভার কাজ করছে না। সিমিকে গুরুগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ তাঁর কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপর আর লিভার ট্রান্সপ্লান্ট করা যেত না। আমরা ৩ সেপ্টেম্বর এখানে আসি।' এরমধ্যেই লিভার ট্রান্সপ্লান্ট হবে সিমির। তাঁর স্ত্রী আগামদীপ কৌর নিজের লিভারের একটি অংশ তাঁকে ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছেন।
