আজকাল ওয়েবডেস্ক: ছিল ১২৬। ফিফার  সাম্প্রতিক ক্রমতালিকায় আরও সাত ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল। সুনীল ছেত্রীরা এখন ১৩৩ নম্বরে। 

২০১৬-১৭ মরশুমের পরে এতটা নীচে নামল ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়েই পড়ছে। আরও কত নীচে নামবে ভারতীয় ফুটবল, এমন প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে ভারতের ফুটবলমহলে। 

আন্তর্জাতিক ম্যাচে জয় নেই। হতশ্রী পারফরম্যান্স। গোলের দেখা নেই। সব মিলিয়ে পিছিয়েই চলেছে ভারতীয় ফুটবল। তার প্রতিফলন পড়েছে ক্রমতালিকায়। 

আরও পড়ুন: বিস্ময় প্রতিভা বৈভবকে নিয়ে উন্মাদনা তুঙ্গে বিলেতে, ছ’‌ঘণ্টার পথ পাড়ি দিয়ে দেখা করতে এল দুই ভক্ত

২০২৫ সালে ভারতীয় দল চার-চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে তিনটিতে হার মেনেছে। ড্র করেছে একটিতে। গোল হয়েছে মাত্র একটিতে। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ভারত। তা নিয়ে প্রবল চর্চা হয়। সমালোচনাও হয়। 

খেলার মাঠে ভারতের হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে কোচিংয়েও। কোচ মানোলো মার্কেজ কোচের চেয়ার থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও তা হওয়ারই ছিল। মানোলোর কোচিংয়ে ভারত জিতেছে মাত্র একটিতে। আর সেটা হল মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে। হংকংয়ের মতো প্রতিপক্ষের কাছেও হার মেনেছে ভারত। অথচ গোল করার জন্য সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছিলেন দলে। তাতেও লাভ কিছু হয়নি। নতুন কোনও সুনীল ছেত্রী উঠে আসেননি। গোল করার লোক নেই এই ভারতীয় দলে। সব মিলিয়ে ভারতীয় ফুটবল অতলে। 

আইএসএল চালু করেও লাভ হয়নি কিছু। ফুটবলারদের টাকার পরিমাণ বেড়েছে হয়তো। কিন্তু গুণগত মান একটুও বাড়েনি। সবাই আগেই জানতেন মানোলো সরে যাবেন। হংকং ম্যাচে হারের পরই দেওয়াললিখন স্পষ্ট হয়ে যায়। অবশেষে ফেডারেশনের একজিকিউটিভ কমিটির মিটিংয়ে মানোলোর সরে যাওয়ার উপরে সিলমোহর দেওয়া হয়। 

মানোলো সরে যাওয়ার পরে নতুন কোচের খোঁজ চলছে। তীব্র সমালোচিত হচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই আবহেই ফিফার ক্রমতালিকায় ভারত নেমে গেল এক ধাক্কায় সাত ধাপ। ভারতীয় ফুটবলের জন্য এটাই ওয়েক আপ কল। 

আরও পড়ুন: হার দিয়ে রিয়ালে শেষ হল মদ্রিচ রূপকথা, আবেগঘন ছবি মাঠে