আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের জট কাটার আগেই আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ঘোষণা। ৩০ নভেম্বর দুবাইয়ে পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর দুবাই এবং শারজাতে হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। দুই গ্রুপে ভাগ করে হবে ম্যাচগুলো। ২ এবং ৪ ডিসেম্বর জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে শারজায় খেলবে ভারত। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। ৬ ডিসেম্বর দুটো সেমিফাইনাল দুবাই এবং শারজাতে। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল।

ভারত-পাকিস্তানের ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় থাকে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জট এখনও কাটেনি। আদৌ ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তারই মধ্যে দুই দলের আরও একটি ম্যাচের তারিখ ঘোষিত হল। ২৯ নভেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং আফগানিস্তান। একই দিনে খেলবে শ্রীলঙ্কা এবং নেপালও। এবার টুর্নামেন্টের একাদশ সংস্করণ। ১৯৮৯ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। আটবার চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের শেষ তিন পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছে। ২০২১ সালে শেষবার জেতে ভারত।