আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ এক দশকে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটে এই মহারণের দেখা মেলে শুধুমাত্র আইসিসি ইভেন্টে। ক্রিকেট জগতে বরাবরই ভারত ও পাকিস্তানের লড়াই সবসময়ই অন্যতম প্রতীক্ষিত ম্যাচ হিসেবে বিবেচিত হয়। যেখানে দুই দলের ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এই ম্যাচকে কেন্দ্র করে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। তবে লড়াই যে শুধু মাঠের মধ্যে তা আরও একবার প্রমাণ করে দেখালেন দুই দেশের দুই সুপারস্টার বিরাট কোহলি এবং বাবর আজম।

 

রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তান ব্যাটিংয়ে নামার সময় বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ কথোপকথন দেখা যায়। খেলা শুরুর আগে বাবরের পিঠে হাত রেখে উৎসাহ দিতে দেখা যায় বিরাট কোহলিকে। এই ছবিটি কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ঘিরে স্পোর্টসম্যানশিপের বার্তা পৌঁছয় দুই দলের সমর্থকদের কাছেও। কোহলির সঙ্গে যে পাক ক্রিকেটারদের সম্পর্ক ভাল তা আগেও দেখা গিয়েছে। মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, বাবর আজমের সঙ্গে গল্পও করতে দেখা গিয়েছে কোহলিকে।

 

প্রসঙ্গত, সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপে পাকিস্তান তুলেছে ২৪১। ভাল শুরু করেও মিডল ওভারে ভারতীয় স্পিনার এবং হার্দিকের কৃপণ বোলিংয়ে আটকে গেলেন পাক ব্যাটাররা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। বাবর আজম এবং ইমাম উল হক ৪১ রানের পার্টনারশিপ গড়েন। বাবরকেন আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন হার্দিক। কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ইমামও।

 

তবে রিজওয়ান এবং শাকিল ম্যাচের হাল ধরেন। ১০০ রানের পার্টনারশিপ গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত স্লথ। পরিসংখ্যান বলছে মাঝের ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। লাইন লেংথ বজায় রেখে টানা বল করে গিয়েছেন অক্ষর-জাদেজা-কুলদীপরা। এদিনের সবথেকে সফল বোলার কুলদীপ যাদব। ন’ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। হার্দিক নিয়েছেন দুটি, সামি বাদে বাকি বোলাররা নিয়েছেন একটি করে উইকেট।