আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মার চিন্তা বাড়ালেন মহম্মদ সামি। পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভার করার সময়ে তাঁর পা অস্বস্তি দিল তারকা পেসারকে। ভারতীয় দলের ফিজিও এসে তাঁর দেখাশোনা শুরু করেন। জি়জ্ঞসাবাদ করেন সামিকে, কোথায় তাঁর অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণ পরে অবশ্য তিনি বল করেন।
ওভার শেষ করে মাঠ ছেড়ে চলে যান সাজঘরে। চিকিৎসা করাতে যান সামি। পরের ওভার হর্ষিত রানা করেন। তার পরের ওভারে সামিকে কিন্তু আর বল করতে দেখা যায়নি। তাঁর জায়গায় বল করতে আসেন হার্দিক পাণ্ডিয়া। সামির জায়গায় ফিল্ডিং করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
সামিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তিনি কি আদৌ ফিট? চোট সারিয়ে সদ্যই তিনি জাতীয় দলে ফিরেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জশপ্রীত বুমরা নেই। তাঁর পরিবর্তে রোহিতের আসল অস্ত্র কিন্তু সামি। সেই পেসারই পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ ওভার বল করে উঠে গেলেন। এই তিন ওভারে সামি ১৩ রান দেন। উইকেট নিতে পারেননি।
প্রথম ওভারে একেবারেই ছন্দহীন দেখিয়েছে সামিকে। ১১ বল করেন প্রথম ওভারে। পাঁচটি ওয়াইড বল করেন। কিছুতেই নতুন বল নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই সামিই রোহিতের অস্বস্তি বাড়িয়ে চলে গেলেন সাজঘরে। পরে আবার তিনি ফিরলেন। দ্বাদশ ওভার করলেনও। দিলেন তিন রান। কিন্তু পুরোপুরি স্বস্তি কি মিলল?
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাঁচতারা পারফরম্যান্স করেন সামি। পাঁচ-পাঁচটি উইকেট নিয়ে জানান দেন, তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সামি জন্ম দিলেন অনেক প্রশ্নের। কখন তিনি মাঠে ফেরেন, সেই দিকেই তাকিয়ে সবাই।
