আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে প্রত্যাবর্তনের রূপকথা লিখেছেন মহম্মদ সামি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচতারা পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিন ওভার বল করার পরে পায়ের অস্বস্তিতে উঠে যান সাজঘরে। পরে নেমে বলও করেন সামি। এহেন সামিই গত ১০ বছর ধরে কেবল এক বেলা খান। ওজন ঝরিয়েছেন অনেকটাই।
নিজের ফিটনেস নিয়ে সামি বলেছেন, ''আমি ৯ কেজি ওজন কমিয়েছি। আমি যখন এনসিএতে ছিলাম, ৯০ কেজির কাছাকাছি ওজন ছিল। আমি মিষ্টি দূরে সরিয়ে রেখেছিলাম।'' সামি এখন চনমনে।
দিনকয়েক আগে বাংলার রঞ্জি দলের কোচ শিবসুন্দর দাস জানিয়েছিলেন, নিজেকে ফিট রাখার জন্য সামি বিরিয়ানি পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছেন। একসময়ে তো উইকেট পিছু বিরিয়ানির শর্তে খেলতে নামতেন। আরও ত্যাগের কাহিনি রয়েছে। নিজেই তা জানান সামি।
ভারতের তারকা পেসার বলেন, ''২০১৫ সালের পর থেকে আমি শুধু এক বেলা খাই। প্রাতঃরাশ ও মধ্যাহ্ন ভোজন করি না প্রায় দশ বছর হয়ে গেল। কেবল রাতে খাই।'' দশ বছর ধরে কেবল এক বেলা খান তিনি। মহম্মদ সামি হওয়া সহজ কথা নয়।
