আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান ও ২০০টি উইকেট। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ছুঁলেন এই নজির। তাঁর আগে পাঁচজন ভারতীয় ৪ হাজার রান ও ২০০টি উইকেট নিয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ষষ্ঠ ভারতীয় হিসেবে পৌঁছলেন এই মাইলস্টোনে।
শচীন তেণ্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন আগেই এই মাইলফলক ছুঁয়েছেন। 
 
 পাকিস্তানের সৌদ শাকিলকে ফিরিয়ে দিয়ে এলিট ক্লাবের সদস্য হলেন হার্দিক। 
হার্দিক পাণ্ডিয়া ৮ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। বাবর আজম এবং সৌদ শাকিলের উইকেট নেন তিনি।
ভারতীয় বোলাররা পাকিস্তানকে ২৪১ রানে বেঁধে রাখে। তবে পাকিস্তান অনেক ড়ট বল খেলেছে মাঝের ওভারগুলোয়। ফলে রানের গতি কমে গিয়েছিল। তবুও পাকিস্তান যে লড়াই করার মতো রান করেছে তার জন্য সাকিল, রিজওয়ান ও খুশদিল শাহের কৃতিত্ব প্রাপ্য।
তবে পাকিস্তান আরও বেশি রান করতেই পারত। কিন্তু ভারতীয় বোলাররা ঠিক সময়ে পাকিস্তানের রানের গতিতে শিকল পড়ায়।
