আজকাল ওয়েবডেস্ক: ভাগ্যিস এই যুগে জন্মাইনি! পাকিস্তানের প্রাক্তন গতিদানবের এমনই  স্বীকারোক্তি। তিনি ভীত। এই যুগে জন্মালে তাঁর কী যে হত, এই ভেবেই আশঙ্কিত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। 

এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই মনে হতে পারে শোয়েব আখতার বিনয়ের অবতার। যাঁর বল আছড়ে পড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঁজরে, যাঁর বাউন্সার থেকে কোনওরকমে বাঁচার চেষ্টা করতেন তারকা ব্যাটারা, সেই পাক গতিদানবই বলছেন এমন কথা। তাও আবার এক উঠতি প্রতিভাকে দেখে! 

যে ভারতীয় ব্যাটারকে দেখার পরে শোয়েব এমন কথা বলছেন, তিনি বিরাট কোহলি নন, রোহিত শর্মাও নন। তিনি অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই দুটো শতরান করে ফেলেছেন তিনি। অভিষেকের মারমুখী ব্যাটিং দেখার পরে শোয়েব একপ্রকার ভীতই । আবার উঠতি প্রতিভাকে পরামর্শ দিচ্ছেন নিজের অভিজ্ঞতা থেকে। 

সম্প্রতি শোয়েবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল উঠতি তারকা অভিষেকের। তাঁকে দেখার পরই শোয়েব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমি খুশি যে এই সময়ে আমি জন্মাইনি। আমার এই ভয়ের কারণ তরুণ এই ক্রিকেটার। ও সেঞ্চুরি করেছে। দুর্দান্ত সেই সেঞ্চুরি। আমি ওকে পরামর্শ দিয়েছি নিজের ক্ষমতা, শক্তি যেন কখনওই না হারায়। যাঁরা ওর থেকে ভাল, ওর থেকে প্রতিভাসম্পন্ন, তাঁদের সঙ্গেই যেন ও বন্ধুত্ব করে। সামনে ওর ভবিষ্যৎ পড়ে রয়েছে।''

১৭টি টি-টোয়েন্টিতে ৫৩৫ রান করেছেন অভিষেক। দুটো সেঞ্চুরি ও দুটো পঞ্চাশ করেন তিনি। অভিষেকের ব্যাটিং দেখে প্রায় সবাই মুগ্ধ। 

শোয়েব আরও বলেন, ''ওকে অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও, সব রেকর্ড ভেঙে দাও। ভারতের উঠতি তারকা অভিষেক। ওর দিকে নজর রেখো।''  

ভারত-পাকিস্তান কেবল খেলার মাঠেই একে অপরের প্রতিপক্ষ। মাঠের বাইরে একে অপরের বন্ধু। শোয়েব আখতার যেমন অগ্রজের মতো অনুজকে পরামর্শ দিলেন।