আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময়ে পায়ে অস্বস্তি বোধ করায় কিছুক্ষণের জন্য মাঠ ছাড়তে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সামিকে। শুক্রবারের অনুশীলন সেরকমই ইঙ্গিত দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বোলার মর্নি মর্কেলের সামনে দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা গিয়েছে অর্শদীপ সিংকে। ১৩ ওভার হাত ঘুরিয়েছেন বাঁ হাতি পেসার। নিউজিল্যান্ড দলে পাঁচ জন বাঁ হাতি ব্যাটারের উপস্থিতি। সেই কারণে অর্শদীপের খেলার সম্ভাবনা বাড়ছে। অনুশীলনে সামিকে মাত্র ৬-৭ ওভার করতে দেখা গিয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেও পাকিস্তানের বিরুদ্ধে সামি কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করেননি। প্রথম ওভারে ১১টি বল করেন সামি।
শুক্রবারের অনুশীলন যদি কিছুর ইঙ্গিত দেয়, তাহলে অর্শদীপ সিংকেই খেলতে দেখার সম্ভাবনা বেশি। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। সেই ম্যাচের আগে সামিকে বিশ্রাম দেওয়া হতে পারে।
এদিকে, ভারতীয় শিবিরের অস্বস্তি বাড়াচ্ছেন ঋষভ পন্থ। ভারতের উইকেটের পিছনে রাহুল নিয়ম করে দাঁড়াচ্ছেন। তাই ঋষভ পন্থের জায়গা হয়েছে ডাগ আউটে। পন্থের মতো একজন ম্যাচ উইনারকে বসিয়ে রাখার সিদ্ধান্ত যে কঠিন, সেটা বেশ বুঝতে পারছে ভারতের হেড কোচ থেকে শুরু করে সহকারী প্রশিক্ষকরাও। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টিন দুশখ্যাতে বলছেন, ''ঋষভ খেলছে না এটা একদিক থেকে দেখতে গেল কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই পর্যায়ে এসে এটাই তো খেলাটার চরিত্র। খুব বেশি সুযোগ ও পায়নি। তবে ছয় বা সাত নম্বরে যথার্থ সুযোগ পাওয়া কঠিন।''
পন্থ ও লোকেশ রাহুলের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে দলের থিঙ্ক ট্যাঙ্কের।
