আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে বৃষ্টির আশঙ্কা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
 প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট। সিরিজে ১–২ পিছিয়ে ভারত। এই টেস্ট হারা মানেই সিরিজ হারাতে হবে। তাই জেতা ছাড়া পথ নেই শুভমন গিলদের। কিন্তু বৃষ্টি না পথের কাঁটা হয়ে দাঁড়ায় টিম ইন্ডিয়ার।
 
 আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার।
 
 আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৬৫ শতাংশ। সারা দিনে ১.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে।
 
 এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় ৮৪ শতাংশ। তবে শুক্রবার, শনিবার এমনকী শেষ দিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তার মধ্যে শুক্রবার তৃতীয় দিনই একমাত্র সারা দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই রিপোর্টে দাবি করা হয়েছে।
 
 মেঘলা আবহাওয়ার জন্য সিম বোলাররা ম্যাঞ্চেস্টারের উইকেট থেকে সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। তবে গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টারের উইকেটের গতি অনেকটাই কমেছে। 
 
 এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে পারবেন না নীতীশ কুমার রেড্ডি ও আকাশদীপ। সম্ভবত অংশুল কম্বোজের টেস্ট অভিষেক হবে। খেলানো হতে পারে শার্দূল ঠাকুরকেও। 
আরও পড়ুন: টানলেন আইপিএল প্রসঙ্গ, পেসারদের ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ ভারতের প্রাক্তনীর
এদিকে, চতুর্থ টেস্টের আগে যাবতীয় ধোঁয়াশায় ইতি টেনেছেন শুভমন গিল। ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। কুঁচকিতে চোট থাকলেও চতুর্থ টেস্টের দলে রাখা হয়েছিল আকাশদীপকে। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ভারত অধিনায়ক জানিয়ে দেন, বাংলার পেসারকে পাওয়া যাবে না। পাশাপাশি অংশুল কম্বোজের অভিষেক নিশ্চিত করেন। শুভমন গিল বলেন, ‘আকাশদীপকে পাওয়া যাবে না। অর্শদীপও তাই। তবে আমাদের দলে ভাল প্লেয়ার রয়েছে, যারা ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। সিরিজের মাঝে একাধিক বোলার পরিবর্তন হওয়া আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। অংশুল কম্বোজ অভিষেকের খুব কাছাকাছি। প্রসিদ্ধ এবং অংশুলের মধ্যে কাকে খেলানো হবে সেটা ম্যাচের দিন সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কম্বোজের দক্ষতা জানি। আমরা বিশ্বাস করি, ও আমাদের ম্যাচ জেতাতে পারবে। চোট–আঘাত থাকলে সমস্যা হয়। নীতীশ নেই, আকাশও নেই। তবে আমাদের এমন প্লেয়ার আছে, যারা ২০ উইকেট নিতে পারবে।’
 
 গিলের কথা অনুযায়ী, বুধবার ম্যাঞ্চেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে ২৪ বছরের উঠতি পেসারের। ঘরোয়া ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৭৯ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি অর্ধশতরানও রয়েছে। আগের ম্যাচে একাধিক রান দেন প্রসিধ কৃষ্ণা। সুতরাং, কাম্বোজের অভিষেক সময়ের অপেক্ষা। করুণ নায়ারের ওপর আরও এক ম্যাচ ভরসা রাখা হতে পারে। শুভমনের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। জানান, নায়ারের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তিন টেস্টের পর তাঁর রান ১৩১। গড় ২২। 
