আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?‌ এজবাস্টন টেস্ট জমে উঠেছে। ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০৭ রানে। মহম্মদ সিরাজ নেন ৬ উইকেট। ৪ উইকেট বাংলার আকাশ দীপের। জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৬৪। শুভমন গিলরা এগিয়ে রয়েছেন ২৪৪ রানে।


বোর্ডে যত বেশি সম্ভব রান তুলে ডিক্লেয়ার করাই এখন টিম ইন্ডিয়ার উদ্দেশ্য। কিন্তু সে কাজে বাধা হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি। আকুওয়েদারের রিপোর্ট বলছে, এজবাস্টনে শনিবার সারাদিন ধরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন খেলা শুরুর সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্র ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮ শতাংশ।


আকুওয়েদারের রিপোর্ট বলছে খেলা শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা থেমে যাবে। আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাঞ্চের সময়। চতুর্থ দিন বারেবারে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে খেলায়। এই আশঙ্কা রয়েছে। 


প্রসঙ্গত, এজবাস্টন টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টির ভ্রুকুটি ছিল। কিন্তু প্রথম তিন দিন বৃষ্টি হয়নি। তবে চতুর্থ দিন থাকছে বৃষ্টির সম্ভাবনা। আর পূর্বাভাস সত্যি করে বৃষ্টি এলে ভারতেরই সিরিজে সমতা ফেরানোর সুযোগ কমবে।