আজকাল ওয়েবডেস্ক: মর্নে মর্কেল বলেছিলেন, মহম্মদ সামি ঠিক জায়গাতেই রয়েছেন। ফিটনেসও ভাল তাঁর। 

মুম্বইয়ে ফের প্রথম একাদশে ফিরলেন সামি। অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হল। ইংল্যান্ড টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। 

প্রথম দুটো টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটেনি সামির। তৃতীয় ম্যাচে দেশের হয়ে কনিষ্ঠ ফরম্যাটে ফেরেন বঙ্গ পেসার। চতুর্থ ম্যাচে আবার সামিকে বাইরে রেখেই নেমেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়ে গিয়েছে ভারতের। পঞ্চম টি-টোয়েন্টি ভারতের কাছে নিয়মরক্ষার। সেই কারণেই কি সামিকে নামানো হল পঞ্চম ম্যাচে? প্রত্যাবর্তনের ম্যাচে সামিকে পুরো চার ওভার বল করতে দেওয়া হয়নি। তিন ওভার বল করেন সামি। উইকেটও পাননি। পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে সামি খেলছেন দুটিতে। 

এর আগে সামি সম্পর্কে মর্কেলকে বলতে শোনা গিয়েছিল, ''সামি খুব ভাল বোলিং করছে। ওয়ার্ম আপে ওর বল ধরার সময়ে দাঁড়িয়েছিলাম। বল ধরার সময় গ্লাভস পড়েও  খুব লাগছিল। পরের ম্যাচে সামি ফের সুযোগ পাবে। পরিস্থিতি কীরকম তা দেখে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সামি ফিরে আসায় ভালই হয়েছে। ওর অভিজ্ঞতা শেয়ার করা এবং ওর ট্রেনিং সম্পর্কে জ্ঞান তরুণ বোলিং ইউনিটের কাছে বিরাট প্রাপ্তি।''

মুম্বইয়ে সামি কী করেন, সেটাই দেখার।