আজকাল ওয়েবডেস্ক: দারুণ ছন্দে রয়েছেন লোকেশ রাহুল। চতুর্থ টেস্টে শুরুটা বেশ ভাল করেছিলেন ভারতের ওপেনার। কিন্তু মাত্র ৪ রানের জন্য তিনি পঞ্চাশ হাতছাড়া করেন। পঞ্চাশ না পেলেও লোকেশ রাহুল গড়ে ফেলেছেন নতুন এক নজির। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
নতুন এই নজির গড়তে ওল্ড ট্র্যাফোর্ডে রাহুলের দরকার ছিল ২৮ রান। বুধবার ভারতের ইনিংসের ১৫-তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে নতুন মাইলফলক ছোঁন রাহুল। ৯৮ বলে ৪৬ রানের ইনিংস লোকেশ রাহুলের। তাঁর ইনিংসে সাজানো ছিল ৪টি বাউন্ডারি।
ভারতের ওপেনারদের মধ্যে রাহুলের আগে এই নজির গড়েছেন একজনই। তিনি সুনীল গাভাসকর। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান করেন কেবল লিটল মাস্টার। ইংল্যান্ডে ২৮ ইনিংসে সানি ১,১৫২ রান করেন। ওপেনার হিসেবে ইংল্যান্ডে ২৩ ইনিংসে রাহুলের রান এখন এক হাজার ১৮।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের 'ফাইভ স্টার' জয়, ডুরান্ডের শুরুতেই চমক অস্কারের
গাভাসকর ও রাহুল ছাড়া আর কোনও ভারতীয় ওপেনার দেশের বাইরে নির্দিষ্ট কোনও দেশের মাঠে হাজার রান করতে পারেননি। শুধুমাত্র ইংল্যান্ডে নয়, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজেও এই কীর্তি গড়েন গাভাসকর। রাহুল ইংল্যান্ডে প্রথমবার টেস্ট ম্যাচ খেলেন ২০১৮ সালে। এজবাস্টনের ওই ম্যাচে তিনি তিন নম্বরে নেমেছিলেন। দুই ইনিংসে রাহুল করেন যথাক্রমে ৪ ও ১৩।

তার পরে ইংল্যান্ডে খেলা ১২টি টেস্টের সবক'টিতে ওপেন করেন রাহুল। ইংল্যান্ডে ২৫ ইনিংসে তাঁর রান এক হাজার ৩৫। চারটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি পঞ্চাশ। রাহুল মানেই রেকর্ড আর রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে নজির গড়ার আগে লর্ডসেও তিনি মণিমুক্তো ছড়িয়ে রেখে এসেছেন।
লর্ডস টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকান এই তারকা ব্যাটার। ১৭৭ বল ক্রিজে কাটালেন। একশো করার পরই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লোকেশ রাহুল। তার আগে অবশ্য গড়েন রেকর্ড। লর্ডসে রাহুলের নামের পাশে লেখা দুটো সেঞ্চুরি।
লোকেশ রাহুল ছাড়া লর্ডসের বাইশ গজে দুটো বা তার বেশি সেঞ্চুরি রয়েছে কেবল দিলীপ ভেঙ্গসরকারের। বস্তুতপক্ষে দিলীপ ভেঙ্গসরকার লর্ডসে তিনটি সেঞ্চুরি করেন। সেই কারণেই তাঁকে 'লর্ড অফ লর্ডস' বলা হত।
এশিয়ার প্রথম ওপেনার হিসেবে লোকেশ রাহুল লর্ডসে লিখে গেলেন রূপকথা। কোনও এশিয়ান ওপেনার লর্ডসে দুটো সেঞ্চুরি করতে পারেননি। ভেঙ্গসরকার তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিকেটের মহাতীর্থে। কিন্তু ভেঙ্গসরকার ওপেনার ছিলেন না।

২০২১ সালে লোকেশ রাহুল লর্ডসে প্রথমবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাঁর শতরানের সৌজন্যে ভারত ৩৬৪ রান তুলেছিলে স্কোরবোর্ডে। সেই টেস্টে শেষ হাসি তোলা ছিল ভারতের জন্য। চার বছর পরে লর্ডসে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে দশম ভারতীয় ব্যাটার হিসেবে অনার্স বোর্ডে নিজের নাম লেখালেন কেএল রাহুল।
এবারের ইংল্যান্ড সফরে দারুণ ছন্দে রয়েছেন রাহুল। হেডিংলিতে প্রথম টেস্টে ৪২ ও ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। এজবাস্টনে দুই ইনিংস করেন ২ ও ৫৫। লর্ডসে প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয়টিতে করেন ৩৯। এবার ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৪৬। এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে। রাহুল কী ম্যাজিক দেখান সেটাই দেখার।
আরও পড়ুন: ওল্ড ট্র্যাফোর্ডে বাদ পড়লেন করুণ নায়ার, তাঁর ভবিষ্যৎ নিয়েই উঠে গেল প্রশ্ন
