আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির ভ্রুকুটি। সঙ্গে মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ইংল্যান্ড টেস্ট শুরুর দু’দিন আগেই জানিয়ে দিয়েছিল প্রথম একাদশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন শোয়েব বশির। সেই জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। বাকি দল অপরিবর্তিত।
তবে ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।
করুণ নায়ার জায়গা হারানোয় তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন। ভারতের সাদা জার্সিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছিলেন না করুণ নায়ার। হতাশ করুণ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ডিয়ার ক্রিকেট, আমাকে আরও একটা সুযোগ দাও।
আরও পড়ুন: আইসিসি-র কাছে আবেদন স্টোকসের, চতুর্থ টেস্টের আগে কী বললেন ইংল্যান্ড অধিনায়ক?
করুণ নায়ার অবশেষে সুযোগ পান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তিনি খেলতে নামেন ভারতের হয়ে। কিন্তু করুণ নায়ারের ব্যাট চলছে না। তাঁর ব্যাট কথা বলছে না। করুণ নায়ারকে নিয়ে চলছে সমালোচনাও। অনেকেই বলছেন, বিলেতে রান না পাওয়ায় তাঁর কেরিয়ার নিয়ে উঠছে প্রশ্ন।

ইংল্যান্ড সিরিজ চলাকালীন করুণ নায়ারকে নিয়ে ভেসে এসেছে নতুন খবর। হ্যাঁ, চলতি সিরিজের মধ্যেই তাঁকে নিয়ে নতুন খবর। তিন বছর পরে কর্ণাটক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। বিদর্ভ ক্রিকেট সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন করুণ নায়ার।
গতবছর বিদর্ভকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন করুণ। ১৬টি ইনিংসে তিনি ৮৬৩ রান করেন। চারটি শতরান এবং কেরলের বিরুদ্ধে একটি ম্যাচ জেতানো সেঞ্চুরিও ছিল।
করুণ নায়ারের পারফরম্যান্স বিজয় হাজারে ট্রফিতে সমান উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে বিদর্ভ রানার্স আপ হয়। আটটি ইনিংসে ৭৭৯ রান করেন তিনি। টানা পাঁচটি সেঞ্চুরি করেন। লিস্ট এ ক্রিকেটে ৫৪২ রান করে নতুন রেকর্ড গড়েন করুণ।
কিন্তু ইংল্যান্ডের মাটিতে চলছে না করুণ ম্যাজিক। তার পরই প্রাক্তন ক্রিকেটাররা করুণ নায়ারকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী এবং ভারতের প্রাক্তন উইকেট কিপার দীপ দাশগুপ্ত প্রশ্ন তুলে দিয়েছেন করুণ নায়ারকে নিয়ে। সমালোচকরা নখদাঁত বের করে ফেলেছেন।
এখনও পর্যন্ত করুণ নায়ার ১৩১ রান করেন ৬টি ইনিংসে। তাঁর গড় ২২-এর নীচে। তিনটি টেস্ট ম্যাচে করুণ নায়ার এখনও পর্যন্ত ২৪৯টি ডেলিভারির মুখোমুখি হয়েছেন। কিন্তু ছাপ ফেলার মতো পারফরম্যান্স তুলে ধরতে এখনও পারেননি করুণ নায়ার। ক্রিস ওকসকে খেলতে সমস্যা হয়নি তাঁর। কিন্তু ব্রাইডন কার্স ও জোফ্রা আর্চারকে সামলাতে বেগ পেতে হয়েছে তাঁকে।

দেবাং গান্ধী বলেন, ''খুব কাছ থেকে যদি দেখা যায়, তাহলে লক্ষ্য করবেন একজন ফাস্ট বোলার বল রিলিজ করার সময়ে করুণ নায়ারের সামনের পা বাতাসে রয়েছে।'' দেবাং গান্ধী অবশ্য করুণ নায়ারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন না। বরং প্রশংসাই করছেন। কিন্তু ধারাবাহিকতার অভাবের জন্যই প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে করুণ নায়ারের জন্য। একসময়ে সুযোগ না পাওয়া করুণ নায়ার পোস্ট করেছিলেন, ''ডিয়ার ক্রিকেট, গিভ মি ওয়ান মোর চান্স।'' সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে না পারার জন্যই কি এবার দরজা বন্ধ হয়ে যাবে নায়ারের?
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের 'ফাইভ স্টার' জয়, ডুরান্ডের শুরুতেই চমক অস্কারের
