আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহ একা। ভারতের বোলিং বিভাগে আর কেউ নেই যিনি বুম বুম বুমরাহকে সাহায্য করবেন।  বুমরাহ নিজেকে নিংড়ে দিচ্ছেন। অন্য কাউকে সেভাবে জ্বলে উঠতে তো দেখা গেল না লিডস টেস্টের দ্বিতীয় দিনে। 

বুমরাহ গড়লেন নতুন রেকর্ড। বেন ডাকেটকে বোল্ড করে বুমরা পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমের রেকর্ড ভাঙলেন। এই উইকেট নেওয়ার ফলে বুমরাহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট 
শিকারী হয়ে যান। 

এই দেশগুলোর মাঠে বুমরাহর উইকেট সংখ্যা ১৪৮। ৬০ ইনিংসে তিনি এই সংখ্য়ক উইকেট নেন। মোট উইকেট এখন ১৪৮, যা এসেছে মাত্র ৬০ ইনিংসে। ভারতের তারকা পেসারের পরেই রয়েছেন আক্রম (১৪৬)। ৫৫  ইনিংসে ১৪৬টি উইকেট নিয়েছিলেন আক্রম। এই তালিকায় রয়েছেন অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মহম্মদ সামি (১২৩)।
বুমরাহর কপাল খারাপ। খেলার একেবারে শেষ লগ্নে হ্যারি ব্রুক আউট হলেও নো বলের সৌজন্যে বেঁচে যান তিনি। স্লিপে একাধিকবার ক্যাচ পড়েছে। সেগুলো না হলে বুমরাহর উইকেট সংখ্যা আরও বাড়ত।