আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানার ওয়ানডে-তে অভিষেক হল নাগপুরে। প্রথম ম্যাচেই তিনটি উইকেট হর্ষিতের ঝুলিতে। ৭ ওভার হাত ঘুরিয়ে তিন-তিনটি উইকেট নেন তরুণ ক্রিকেটার।
সেই হর্ষিত রানাই ইনিংস ব্রেকের সময়ে বললেন, অধিনায়ক রোহিত শর্মার পরামর্শে উপকৃত হন। প্রথম ওভারে ১১ রান দেন হর্ষিত। দ্বিতীয় ওভারে মেডেন। তৃতীয় ওভারে ফিল সল্ট ২৬ রান নেন। তিন ওভারে ৩৭ রান দিয়ে ফেলেন তরুণ বোলার।
তার পরে অবশ্য ফিরে আসেন হর্ষিত রানা। বেন ডাকেট ও হ্যারি ব্রুককে ফেরান একই ওভারে। ইনিংস ব্রেকের সময়ে হর্ষিত রানাকে বলতে শোনা গিয়েছে, ''আমার আসল মোটিভেশন ছিল লেন্থটা ঠিক রাখা। ধারাবাহিক ভাবে একই লেন্থে বল করতে চেয়েছিলাম। শুরুর দিকে আমাকে আক্রমণ করেছিল ওরা। কিন্তু আমি নিজের লেন্থ থেকে সরে আসিনি। শেষে তার জন্য পুরস্কৃতও হই।''
এহেন হর্ষিত রানা কিন্তু তাঁর অধিনায়ককে প্রশংসা করছেন। প্রচণ্ড মার হজম করে ফিরে আসার যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন হিটম্যানকে। হর্ষিতকে বলতে শোনা গিয়েছে, ''ওরা আক্রমণের রাস্তা নিয়েছিল। মারার বল পেলেই মারছিল। রোহিত ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করি। আমাকে রোহিত ভাই বলে, মারার বল দিও না। আমিও সেই চেষ্টাই করে গিয়েছি।''
গত তিন মাসে তিনটি ফরম্যাটেই অভিষেক ঘটল হর্ষিতের। স্বপ্ন সার্থক হওয়ার মতোই ব্যাপার। অভিষেক ওয়ানডেতেই তিন-তিনটি উইকেট। হর্ষিত রানা এখন মেঘের উপর দিয়ে হাঁটছেন।
