আজকাল ওয়েবডেস্ক: শিবম দুবের কনকাশন বদলি হর্ষিত রানা? ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন এমনই প্রশ্নের ঝড় উঠেছিল। সেই হর্ষিত রানাই ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রাহণ করেন। শিবমের পরিবর্তে হর্ষিত, এই সিদ্ধান্ত নিয়ে জল গড়ায় বহুদূর। খেলার শেষে ম্যাচ রেফারিকেই কাঠগড়ায় তোলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। শিবম দুবে ৩৪ বলে ৫৩ রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন। 

ব্যাট করার সময়ে দুবের হেলমেটে লেগেছিল বল। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। ফিল্ডিং করতে আর নামেননি শিবম দুবে। কনকাশন পরিবর্ত হিসেবে শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা। 

এখানেই যত প্রশ্ন। নিয়ম অনুযায়ী, পরিবর্তন হতে পারত ‘লাইক ফর লাইক’। হর্ষিত রানা শিবম দুবের মতো নন। তিনি পেসার। শবম দুবে রানার তো পেস বোলার নন। নিয়মিত বোলার নন। 

তবে একই ধরনের ক্রিকেটার না থাকলে নিয়মে ছাড় দেওয়া হতে পারে। এক্ষেত্রে ভারতীয় দলে ছিলেন রামনদীপ সিং। দুবের পরিবর্ত হিসেবে নামানোই যেত রামনদীপকে। 

ধারাভাষ্যকার কেভিন পিটারসেন ও নিক নাইট সেই সময়েই প্রশ্ন তোলেন। নিক নাইটও একই প্রশ্ন তুলেছিলেন। কেপিকে বলতে শোনা গিয়েছিল, ''হর্ষিত রানা কীভাবে শিবম দুবের  লাইক ফর লাইক বদলি? দুবে তো আর পেসার নয়। হর্ষিত রানা পুরোদস্তুর পেস বোলার।''

পিটারসেনের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় নাইটের কথায়ও।

ইংল্যান্ডকে হারানোর পিছনে বড় অবদান রাখেন হর্ষিত রানা। খেলার শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই নিয়ম নিয়েই প্রশ্ন তোলেন। বাটলার বলেন, ''কখনওই লাইক ফর লাইক পরিবর্ত এটা ছিল না। হয় শিবম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গিয়েছে, নয়তো হর্ষিত রানার ব্যাটিংয়ের উন্নতি হয়েছে প্রভূত। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।''

ম্যাচ শেষে বাটলার জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারি তাঁদের সঙ্গে আলোচনা করেননি। তাঁরা এ বিষয়ে বিন্দুবিসর্গ জানতেন না। ইংল্যান্ড অধিনায়ক বলছেন,''আমাদের সঙ্গে এবিষয়ে কোনও আলোচনাই করা হয়নি। ব্যাট করার সময়ে আমি ভাবছিলাম হর্ষিতকে কার বদলে নেওয়া হল। পরে জানলাম এটা কনকাশন পরিবর্ত। এই পরিবর্তনের সঙ্গে আমরা একমত নই। এটা মোটেও লাইক ফর লাইক পরিবর্তন নয়।''

ম্যাচ রেফারি তাঁদের জানাননি। সম্পূর্ণ অন্ধকারে ছিলেন এই পরিবর্তন নিয়ে। বাটলারকে বলতে শোনা গিয়েছে, ''বিষয়টা জানার জন্য জাভাগল শ্রীনাথের সঙ্গে আমাদের কথা বলতে হবে।''

 
ভারত ম্যাচ জিতলেও কনকাশন পরিবর্ত নিয়ে বিতর্ক থেকে গেল চতুর্থ টি-টোয়েন্টিতে।