আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তিত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। লিডসে শুরু হয়েছে প্রথম টেস্ট।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের ইনিংসের তিনটি উইকেটের পতন হয়েছে। আর এই তিনটি উইকেটই নিয়েছেন জশপ্রীত বুমরাহ। বাকি বোলাররা সাহায্য করতে পারেননি ভারতের তারকা পেসারকে। এই অবস্থা দেখে রীতিমতো চিন্তিত শাস্ত্রী।
এমনকী ভারতের ফিল্ডাররা বুমরাহর ওভারে ক্যাচ ছেড়েছেন। ধারাভাষ্য দেওয়ার সময়ে নাসের হুসেন বলেছেন, ''ওর বোলিং অ্যাকশন যতই অন্যরকম হোক, ওর বলে ঠিকঠাক ক্যাচ ধরতে পারলে আরও উইকেট আসত।'' ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ''সিরিজের সঙ্গে সঙ্গে বুমরাহ এবং তার ওয়ার্কলোড নিয়ে আমি সত্যিই চিন্তিত। কারণ বুমরাহর কাছ থেকে প্রতিটি স্পেলে উইকেট নেওয়ার আশা করা হয়। আমি কেবল আশা করব অন্য প্রান্ত থেকেও কেউ যেন উইকেট নেয়।''
বুমরাহ নিজে উইকেট নেবেন, জুটি ভাঙবেন, ভারতকে জয়ের পথে নিয়ে যাবেন, অথচ সাহায্য পাবেন না। অস্ট্রেলিয়ায় একা টেনেছিলেন ভারতের বোলিং আক্রমণকে। ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টের দু'দিন দেখেই অনুমান করা যায় অস্ট্রেলিয়ার পুনরাবৃত্তিই হতে চলেছে বিলেতে।
এদিকে বুমরাহ গড়েছেন নতুন রেকর্ড। দ্বিতীয় দিন বেন ডাকেটকে বোল্ড করে বুমরা পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমের রেকর্ড ভাঙলেন। এই উইকেট নেওয়ার ফলে বুমরাহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট 
 
 শিকারী হয়ে যান। 
