আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের চোটে সমস্যা বাড়ল ভারতের। তিনি উইকেটকিপিং করতে না পারলে সমস্যা নেই। ধ্রুব জুরেল আছেন। কিন্তু ব্যাট করতে না পারলে এক জন ব্যাটার কম নিয়েই খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
তখন ৩৭ রানে ব্যাট করছিলেন ঋষভ পন্থ। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
ক্যামেরা তাঁর পায়ের আঘাতের জায়গাটা ধরছিল। সোজা নিয়ে যাওয়া হয় মেডিক্যাল সেন্টারে। সেখানে চোটের জায়গায় স্ক্যান করা হয়। রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। খেলা শেষে মেডিক্যাল সেন্টারে গিয়ে পন্থকে দেখেন আসেন অধিনায়ক শুভমন গিল।
রাতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন চোট পেয়েছেন ঋষভ পন্থ। পন্থকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওঁর দিকে নজর রেখেছে।’
আরও পড়ুন: ঢাকায় এসিসি’র বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবে বিসিসিআই, এশিয়া কাপের জট খুলবে?...
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পায়ের হাড় ভেঙে থাকতে পারে তাঁর। আর তা যদি হয়, তাহলে সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পন্থ।
বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না ঋষভ পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। অধিনায়ক শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের চিকিৎসক এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার–ব্যাটারের। রিপোর্ট আসার পর বোঝা যাবে ঋষভের চোট কতটা গুরুতর।
তবে যেভাবে ঋষভ পন্থ মাঠের বাইরে চলে যান, সেটা দেখে কারও কারও মনে হচ্ছে, তাঁর পায়ের হাড় ভাঙলেও ভেঙে থাকতে পারে। কিন্তু পুরোটাই জল্পনা। যতক্ষণ না পর্যন্ত স্ক্যান রিপোর্ট আসছে, নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
লর্ডস টেস্টের সময়ও হাতে চোট পেয়েছিলেন ঋষভ। যার ফলে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। ঋষভ অবশ্য ব্যাটিং করতে নেমেছিলেন। শেষ পর্যন্ত যদি ঋষভ না ফিরতে পারেন আবারও উইকেটকিপিং করতে হবে জুরেলকেই। তবে পন্থ ব্যাট করতে না পারলে জুরেল ব্যাটিং করতে পারবেন না। সেক্ষেত্রে একজন কম ব্যাটার নিয়েই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আর সেটাই হবে চাপের।
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ২৬৪/৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৯) ও শার্দূল ঠাকুর (১৯)।
ভারতের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। যশস্বী অর্ধশতরান করে ফেরেন ৫৮ রানে। সাই সুদর্শন ভাল খেলছিলেন। কিন্তু ৬১ করার পর স্টোকসের বল লেগ সাইডে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে আসা। অধিনায়ক গিল (১২) রান পাননি। ইংরেজ বোলারদের মধ্যে স্টোকস পেয়েছেন দুই উইকেট।
