আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরা কেমন আছেন? জানতে চান ক্রিকেটভক্তরা। শুধু কি ক্রিকেটভক্ত! বুমরা কেমন আছেন, তা জানতে চান বাংলাদেশের ক্রিকেটারও। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদশ ম্যাচের আগে বুমরাকে নিয়ে কৌতূহলী বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজও। 

বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনের কাছে বাংলাদেশের ক্রিকেটার জানতে চান বুমরা কেমন আছেন? উত্তরে সঞ্জনা তাঁকে বলেন, ''বুমরা ঠিক আছে। এনসিএ-তে ট্রেনিং করছে।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে বুমরাকে রাখা হয়েছিল। কিন্তু তিনি পুরোদস্তুর সেরে না ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান। মিরাজ বলেন, ''বুমরা অত্যন্ত বিপজ্জনক বোলার। ও এখানে আসেনি, তাতে আমরা দারুণ খুশি। প্রত্যেকে ওকে শ্রদ্ধা করে। আমি ওর বলে দু'বার আউট হয়েছি।'' 

যদিও বাংলাদেশ অধিনায়ক শান্ত কিন্তু বুমরাকে নিয়ে বেশি কথা বলেননি। 

বর্ডার-গাভাসকর ট্রফি খেলে  দেশে ফেরার পর থেকে বুমরাকে নিয়ে কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে। অনেকেই ভারতীয় দলকে দুষেছেন। প্রাক্তনদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বোলিং বিভাগকে একা হাতে টেন নিয়ে গিয়েছেন বুমরা। নিজেকে নিংড়ে দিয়েছেন তিনি। সেই কারণে চোটের কবলে পড়েন। শেষমেশ বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হল ভারতকে। বুমরার পরিবর্তে মহম্মদ শামি ভারতীয় দলের বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন।